ইনকিলাব মঞ্চের মুখপাত্র ও ঢাকা-৮ আসনের প্রার্থী শরিফ ওসমান হাদির গুলিবর্ষণ ও হত্যাচেষ্টার মামলায় আরও একজনকে গ্রেপ্তার করেছে র্যাব। সোমবার (১৫ ডিসেম্বর) রাতেই র্যাবের আইনি ও মিডিয়া বিভাগ এ তথ্য নিশ্চিত করে। র্যাব-১১ এর অধিনায়ক লেফটেন্যান্ট নাঈম উল হক জানান, গ্রেপ্তারকৃত কবিরের বাস পটুয়াখালী জেলায়, তবে তিনি থাকতেন ঢাকা শহরের আদাবরে। তার পিতা মোজাফফর মৃত। কবির ফতুল্লার বক্তাবলী এলাকায় আত্মগোপনে ছিলেন বলে র্যাবের একজন কর্মকর্তা জানান, ভোর ৫টার দিকে বক্তাবলী থেকে তাকে গ্রেপ্তার করা হয়। এর আগে, গত শুক্রবার দুপুরে পল্টনের বক্স কালভার্ট রোডে ডিআর টাওয়ার ও বায়তুস সালাম জামে মসজিদের মাঝামাঝি স্থানে শরিফ ওসমান হাদি গুলিবিদ্ধ হন। প্রথমে তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়, পরে উন্নত চিকিৎসার জন্য এভারকেয়ার হাসপাতালে ভর্তি করা হয়। সেখান থেকে সোমবার সিঙ্গাপুরে এয়ার অ্যাম্বুলেন্সে করে স্থানান্তরিত করা হয়।