বিজয় দিবসে পতাকা হাতে প্যারাস্যুটিংয়ে বাংলাদেশের বিশ্ব রেকর্ড
পদ্মাসেতুতে হঠাৎ দাঁড়িয়ে পড়া বাসে আরেক বাসের ধাক্কা, হেলপার নিহত
দিল্লিতে ঘন কুয়াশায় ১০ গাড়ির সংঘর্ষ, নিহত ৪
জাতির শ্রেষ্ঠ সন্তানদের স্মরণে স্মৃতিসৌধে সর্বস্তরের জনতার ঢল
হাদিকে গুলি: ফয়সালের ঘনিষ্ঠ সহযোগী কে এই কবির
বীরশ্রেষ্ঠ নূর মোহাম্মদ শেখের সমাধিতে বিজিবির শ্রদ্ধাঞ্জলি
‘প্রতিপক্ষকে ঘায়েল করতে হত্যাচেষ্টার মধ্যে কোনো বীরত্ব নেই’
যে কারণে ৪০ মিনিট মেট্রোরেল চলাচল বন্ধ থাকবে আজ
বিজয় দিবস উপলক্ষে জামায়াতের যুব ম্যারাথন, নেতাকর্মীদের ঢল
হাদিকে নিয়ে সংগিতশিল্পী আসিফ আকবরের পোস্ট
জাতীয় স্মৃতিসৌধে রাষ্ট্রপতি ও প্রধান উপদেষ্টার শ্রদ্ধা
- আপডেট সময় ৭ ঘন্টা আগে
- / ৬ বার পড়া হয়েছে
মহান বিজয় দিবসের স্মরণে জাতীয় স্মৃতিসৌধে শ্রদ্ধা নিবেদন করেছেন রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন এবং প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস। মঙ্গলবার (১৬ ডিসেম্বর) ভোরের আলোতে তিনি ফুল দিয়ে শহিদদের প্রতি সম্মান জানাতে যান। প্রথমেই শহীদদের স্মৃতির প্রতি সম্মান জানিয়ে স্মৃতিসৌধে পুষ্পস্তবক অর্পণ করেন রাষ্ট্রপতি। ১৯৭১ সালের মহান মুক্তিযুদ্ধের বীর শহিদদের স্মৃতির প্রতি গভীর শ্রদ্ধা জানাতে কিছু সময় নীরবে দাঁড়িয়ে থাকেন তিনি। এ সময় বাংলাদেশের সেনাবাহিনী, নৌবাহিনী ও বিমানবাহিনীর সমন্বয়ে গঠিত চৌকস দল রাষ্ট্রীয় অভিবাদন প্রদান করে, বিউগলে বাজে দারুণ এক করুণ সুর। শ্রদ্ধা নিবেদন শেষে রাষ্ট্রপতি উপদেষ্টা পরিষদে থাকা সদস্য, সেনা কর্মকর্তা, বীর মুক্তিযোদ্ধা এবং শহিদ পরিবারের স্বজনদের সঙ্গে সৌজন্য বিনিময় করেন। এরই পাশাপাশি, রাজধানীর তেজগাঁও পুরাতন বিমানবন্দরে মহান বিজয় দিবস উপলক্ষে ৩১ বার তোপধ্বনির মাধ্যমে শহিদদের সম্মান জানায় বাংলাদেশ সেনাবাহিনী। কক্সবাজারেও একই সময় ৩১ বার তোপধ্বনি শোনা যায়। রাষ্ট্রপতির পুষ্পস্তবক অর্পণের পর, ১৯৭১ সালের মুক্তিযুদ্ধের বীর শহীদদের স্মৃতির প্রতি আবারও গভীর শ্রদ্ধা জানান প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস। তিনি সেখানে কিছু সময় নীরবে দাঁড়িয়ে থাকেন। প্রধান উপদেষ্টার ভাষ্য অনুযায়ী, সেনা, নৌ ও বিমানবাহিনীর সমন্বয়ে গঠিত চৌকস দল রাষ্ট্রীয় অভিবাদন জানায়, বিউগলে বাজে দুঃখজনক সুর। শ্রদ্ধা নিবেদনের পর অধ্যাপক ইউনূস উপদেষ্টা পরিষদে থাকা সদস্য, সেনা কর্মকর্তা, বীর মুক্তিযোদ্ধা এবং শহীদ পরিবারের স্বজনদের সঙ্গে কুশলাদি বিনিময় করেন।
প্রিন্ট























