ইনকিলাব মঞ্চের মুখপাত্র এবং ঢাকা-৮ আসনের সম্ভাব্য স্বতন্ত্র সংসদ সদস্য প্রার্থী শরিফ ওসমান হাদির গুলিবর্ষণের ঘটনায় ব্যবহৃত অস্ত্রের একটি ম্যাগাজিন র্যাব উদ্ধার করেছে। ঘটনার মূল সন্দেহভাজনদের একজনের পরিবারের বাসার পাশ থেকে এটি উদ্ধার করা হয় বলে নিশ্চিত করেছে বাহিনীর এক দায়িত্বশীল সূত্র। মঙ্গলবার (১৬ ডিসেম্বর) র্যাবের এক সূত্র জানায়, হামলার ঘটনায় অন্যতম সন্দেহভাজন ফয়সালের বোনের বাসার কাছাকাছি একটি স্থান থেকে ম্যাগাজিনটি উদ্ধার করা হয়। এই আলামতটি তদন্তে গুরুত্বপূর্ণ অগ্রগতি হিসেবে বিবেচিত হচ্ছে আইনশৃঙ্খলা বাহিনীর পক্ষ থেকে। অন্যদিকে, এক বিশ্বাসযোগ্য সূত্র জানায়, হাদিকে গুলি করে পালানো দুই সন্দেহভাজন ইতিমধ্যে দেশের বাইরে চলে গেছে। এক সংবাদমাধ্যমের কাছে দেওয়া তথ্য অনুসারে, সন্দেহভাজন ফয়সাল ও আলমগীর শুক্রবার (১২ ডিসেম্বর) ময়মনসিংহের হালুয়াঘাট উপজেলার ভুটিয়াপাড়া সীমান্ত দিয়ে মোটরসাইকেলযোগে ভারতে প্রবেশ করে। সূত্রের ভাষ্য অনুযায়ী, ঘটনার পরে তারা একটি ব্যক্তিগত গাড়িতে রাজধানীর মিরপুর থেকে আশুলিয়া হয়ে গাজীপুর অতিক্রম করে ময়মনসিংহে পৌঁছায়। সেখানে গিয়ে তারা গাড়িটি পরিবর্তন করে অন্য একটি প্রাইভেটকারে ওঠে। পরে সেই গাড়িতে করে তারা হালুয়াঘাটের ধারাবাজার এলাকার একটি পেট্রোল পাম্পে যায়। সেখান থেকে স্থানীয় একজনের সহায়তায় তারা মোটরসাইকেলে করে ভুটিয়াপাড়া সীমান্তে পৌঁছায়। সীমান্ত পার হওয়ার পর ভারতে তাদের গ্রহণ করে নেয় অন্য একজন ব্যক্তি। উল্লেখ্য, গত শুক্রবার দুপুরে রাজধানীর বিজয়নগর এলাকায় সন্ত্রাসীদের গুলিতে গুরুতর আহত হন শরিফ ওসমান হাদি। সঙ্গে সঙ্গে তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়। সেখানে অস্ত্রোপচারের পর রাতে উন্নত চিকিৎসার জন্য তাকে এভারকেয়ার হাসপাতালে স্থানান্তর করা হয়। কিছু দিন চিকিৎসাধীন থাকার পর তার অবস্থার উন্নতি না হওয়ায় তাকে সিঙ্গাপুরে নেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়। বর্তমানে তিনি সিঙ্গাপুরে চিকিৎসাধীন রয়েছেন। তার চিকিৎসার ব্যয় সরকার পুরোপুরি বহন করছে।