বিজয় দিবসের শুভেচ্ছা স্মরণে ঢাকার তেজগাঁওয়ের পুরোনো বিমানবন্দরে এক মনোমুগ্ধকর ‘এয়ার শো’ অনুষ্ঠিত হয়। মঙ্গলবার (১৬ ডিসেম্বর) সকাল সাড়ে এগারোটা থেকে এই আকাশোৎসব শুরু হয়। এই শোতে অংশ নেওয়া উড়োজাহাজগুলো আকাশে রঙের ঝলক দেখায়। পাশাপাশি হেলিকপ্টারগুলো জাতীয় পতাকা ও সশস্ত্র বাহিনীর পতাকা বহন করে নেচে চলে। রঙের অঙ্গন ছড়িয়ে একসঙ্গে পাঁচটি উড়োজাহাজ তেজগাঁওয়ের পুরোনো বিমানবন্দর এলাকার আকাশে প্রবেশ করে। তারপর কিছু চক্কর দিয়ে আবার চলে যায়। কিছু সময় পরে আবার একইভাবে পাঁচটি উড়োজাহাজ রঙের সমারোহ নিয়ে হাজির হয়। এগুলো রঙের মোহে ছড়িয়ে ছিটিয়ে পাঁচ দিকের দিকে উড়ে যায়। প্রতিবারই উড়োজাহাজগুলো আসার সময় দর্শনার্থীরা উচ্ছ্বাসে ভাসেন। কেউ ছবি তোলেন, কেউ ভিডিও ধারণ করেন। ঢাকার তেজগাঁওয়ের পুরোনো বিমানবন্দরে ‘এয়ার শো’ উপভোগ করতে বিশাল সংখ্যক দর্শক হাজির হন। অনেকের হাতে ছিল জাতীয় পতাকা, কপালে বাঁধা ছিল পতাকার আকারের ফিতা বা বিজয় দিবসের লেখা কাপড়। লাল-সবুজের পোশাকও পরেছেন অনেকে। জানা যায়, আগারগাঁও সংলগ্ন পুরোনো বিমানবন্দরের গেট দিয়ে দর্শনার্থীরা দীর্ঘ সারিতে প্রবেশ করছেন। নিরাপত্তা চেকের পর সবাইকে ভেতরে প্রবেশের অনুমতি দেওয়া হয়। সকাল ১০টা ৪০ মিনিটে বিমানবন্দরের প্রবেশপথ বন্ধ করে দেওয়া হয়। সাড়ে এগারোটায় দেখা যায়, অনেকেই গেটে দাঁড়িয়ে রয়েছেন, যারা প্রবেশ করতে পারেননি।