সোনারগাঁওয়ে প্রীতি ক্রিকেট ম্যাচ অনুষ্ঠিত
চাঁপাইনবাবগঞ্জে ছাদ থেকে পড়ে ইউপি চেয়ারম্যানের মৃত্যু
সিডনির সমুদ্র সৈকতে হামলায় জড়িতদের একজন ভারতের নাগরিক
পরাজিত ফ্যাসিস্ট শক্তি আর কখনো দেশের মাটিতে ফিরবে না: প্রধান উপদেষ্টা
নওগাঁয় জাতীয় পার্টির মিটিং পণ্ড-অফিস ভাঙচুর করলো ছাত্র-জনতা
পশ্চিমবঙ্গের ক্রীড়ামন্ত্রী অরূপ বিশ্বাসের পদত্যাগের ইচ্ছা
খালেদা জিয়ার চিকিৎসা নিশ্চিত করতে সর্বাত্মক সহযোগিতা করছে সরকার
নোয়াখালীতে খালেদা জিয়ার সুস্থতা কামনায় জেলা যুবদলের দোয়া মাহফিল
রেকর্ড মূল্যে কলকাতায় মোস্তাফিজ
কক্সবাজারে দাঁড়িয়ে থাকা বাসে আগুন
সিঙ্গাপুরে হাদির পরীক্ষা-নিরীক্ষা নিয়ে সবশেষ যা জানা গেল
- আপডেট সময় ৯ ঘন্টা আগে
- / ৮ বার পড়া হয়েছে
সিঙ্গাপুর জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন ঢাকা-৮ আসনের সম্ভাব্য স্বতন্ত্র এমপি প্রার্থী ও ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরিফ ওসমান হাদির প্রয়োজনীয় সব ধরণের চিকিৎসা পরীক্ষা-নিরীক্ষা সম্পন্ন হয়েছে। হাসপাতাল কর্তৃপক্ষ জানায়, এসব পরীক্ষার ফলাফল মঙ্গলবার (১৬ ডিসেম্বর) পাবেন। আরও জানানো হয়, রিপোর্ট হাতে পাওয়ার পর ডাক্তাররা ওসমান হাদির পরিবারের সঙ্গে আলোচনা করে তার পরবর্তী চিকিৎসার পরিকল্পনা নির্ধারণ করবেন। এর আগে, বাংলাদেশ সময় সোমবার বিকেল ৫টা ৫০ মিনিটের দিকে ওসমান হাদিকে বহনকারী এয়ার অ্যাম্বুলেন্সটি সিঙ্গাপুরের সেলেতার বিমানবন্দরে অবতরণ করে। সেখান থেকে তাকে সরাসরি সিঙ্গাপুর জেনারেল হাসপাতালে নিয়ে আসা হয়। হাসপাতালে ভর্তি হওয়ার আগে প্রয়োজনীয় চিকিৎসা প্রস্তুতি সম্পন্ন করা হয়। হাসপাতালে পৌঁছানোর পরপরই তাকে ভর্তি করে বিভিন্ন পরীক্ষা-নিরীক্ষা শুরু হয়। ওসমান হাদির সঙ্গে সিঙ্গাপুরে ছিলেন তার ভাই ওমর বিন হাদি এবং তার বন্ধু ও রাজনৈতিক সহযোদ্ধা আমিনুল হাসান ফয়সাল। সোমবার দুপুর ১টা ৫৫ মিনিটে হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে সিঙ্গাপুরের উদ্দেশ্যে এয়ার অ্যাম্বুলেন্সটি উড্ডয়ন করে। এর কিছু সময় পরে, বিকেল ১টা ১০ মিনিটে হাদিকে বহনকারী অ্যাম্বুলেন্সটি এভারকেয়ার হাসপাতাল থেকে শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের দিকে রওনা দেয়। অ্যাম্বুলেন্সটি বিমানবন্দরের ৮ নম্বর গেট দিয়ে প্রবেশ করে এবং আনুমানিক দেড়টার দিকে তাকে বহনকারী এয়ার অ্যাম্বুলেন্সে স্থানান্তর করা হয়। উল্লেখ্য, গত শুক্রবার (১২ ডিসেম্বর) দুপুরে ঢাকার পল্টন এলাকায় গুলিবিদ্ধ হওয়ার পর প্রথমে ওসমান হাদিকে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে নিয়ে আসা হয়। পরে তাকে এভারকেয়ার হাসপাতালে স্থানান্তর করা হয় এবং সেখানেই তার চিকিৎসা চলছিল।
প্রিন্ট

























