ইনকিলাব মঞ্চের মুখপাত্র ও ঢাকা-৮ আসনের সম্ভাব্য স্বতন্ত্র প্রার্থী শরিফ ওসমান হাদিকে গুলির ঘটনার সঙ্গে জড়িতদের কাউকেই ছাড় দেওয়া হবে না বলে হুঁশিয়ারি উচ্চারণ করেছেন প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস। মঙ্গলবার (১৬ ডিসেম্বর) মহান বিজয় দিবসের প্রাক্কালে জাতির উদ্দেশ্যে ভাষণে তিনি এ ঘোষণা দেন। প্রধান উপদেষ্টা বলেন, ‘হাদিকে উন্নত চিকিৎসার জন্য সিঙ্গাপুরে পাঠানো হয়েছে। সবাই দোয়া করবেন তার দ্রুত সুস্থতার জন্য। সরকার এই ঘটনাকে খুবই গুরুত্বের সঙ্গে নিচ্ছে। প্রথমদিকে ঘটনার সঙ্গে জড়িতদের শনাক্ত করা হয়েছে। যারা এই ষড়যন্ত্রের অংশ, তারা দেশের যেখানেই থাকুক, কাউকেই ছাড় দেওয়া হবে না।’ তিনি আরও বলেন, পরাজিত ফ্যাসিস্ট ও সন্ত্রাসী শক্তির এই অপচেষ্টা সম্পূর্ণভাবে ব্যর্থ করে দেওয়া হবে। ভয় দেখানো, সন্ত্রাস সৃষ্টি বা রক্তপাতের মাধ্যমে দেশের গণতান্ত্রিক অগ্রযাত্রা থামানো সম্ভব নয়। দেশবাসীর প্রতি সংযম ও ধৈর্য্য ধরে থাকার আহ্বান জানিয়ে ড. ইউনূস বলেন, ‘অপপ্রচার ও গুজবে কান দেবেন না। যারা দেশকে অস্থিতিশীল করতে চায়, তাদের বিরুদ্ধে আমরা ঐক্যবদ্ধভাবে লড়াই করব। তাদের ফাঁদে পা দেব না। পরাজিত ফ্যাসিস্ট শক্তি আর কখনো এই দেশের মাটিতে ফিরে আসতে পারবে না।’