পরাজিত ফ্যাসিস্ট শক্তি দেশের পবিত্র ভূমিতে আর কখনো ফিরে আসার সুযোগ পাবে না বলে মন্তব্য করেছেন অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস। মঙ্গলবার (১৬ ডিসেম্বর) সন্ধ্যায় মহান বিজয় দিবসের উৎসবের প্রাক্কালে জাতির উদ্দেশ্যে ভাষণে তিনি এ কথাগুলি বলেন। প্রধান উপদেষ্টা দেশের জনগণের প্রতি সংহতি ও সংযম বজায় রাখার আহ্বান জানিয়ে বলেন, ‘অপপ্রচার বা গুজবে কান দেবেন না। যারা অস্থিরতা সৃষ্টি করতে চায়, আমরা একযোগে তাদের বিরুদ্ধেও দাঁড়াব। তাদের ফাঁদে পা দেব না। পরাজিত ফ্যাসিস্ট শক্তি এ দেশের পবিত্র মাটিতে আর কখনো ফিরে আসবে না।’ তিনি উল্লেখ করেন, ১৯৭১ সালে নয় মাসের রক্তক্ষয়ী মুক্তিযুদ্ধের মাধ্যমে আজকের এই দিন বাংলাদেশ কাঙ্ক্ষিত বিজয় লাভ করে। লাখো শহিদের আত্মত্যাগের বিনিময়ে স্বাধীনতা ও লাল-সবুজের পতাকা অর্জিত হয়েছে। ড. ইউনূস বলেন, তরুণ সমাজই দেশের সবচেয়ে বড় শক্তি। তরুণদের রক্ষা করতে পারলেই দেশ নিরাপদ থাকবে। তিনি বলেন, যারা দেশ থেকে পালিয়ে গেছে, তারা বুঝতে পেরেছে যে নির্ভীক তরুণরাই তাদের পুনরুত্থানের পথের বড় বাধা। প্রধান উপদেষ্টা আরও বলেন, একটি অংশ নির্বাচনকে কেন্দ্র করে অস্থিরতা সৃষ্টির চেষ্টা করছে। তাদের লক্ষ্য হলো নির্বাচন শুরুর আগেই পরিস্থিতি উত্তেজনাপূর্ণ করে তোলা। তবে এসব অপচেষ্টা ব্যর্থ হবে। তিনি স্পষ্ট করে বলেন, দেশের সবাইকে জানাতে হবে যে তরুণদের নিরাপত্তা নিশ্চিত করা হবে। উৎসবমুখর ও শান্তিপূর্ণ নির্বাচনের মাধ্যমে জনগণ তাদের অধিকার প্রতিষ্ঠা করবে। নির্বাচনের আগের সময়টুকু আনন্দ ও ঐক্যের মধ্য দিয়ে কাটবে, এই আশাবাদ ব্যক্ত করেন তিনি।