ভারত কর্তৃক বাংলাদেশের হাইকমিশনার রিয়াজ হামিদুল্লাকে ডেকেছে দিল্লি। একই সঙ্গে সাম্প্রতিক হুমকি ও বাংলাদেশি রাজনৈতিক ব্যক্তিত্বদের ভারতবিরোধী উসকানিমূলক বক্তব্যের বিষয়েও আনুষ্ঠানিক কূটনৈতিক প্রতিবাদ জানিয়েছে ভারত। বুধবার (১৭ ডিসেম্বর) দুপুরে ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ে তাকে তলব করা হয়। এর আগে গত সোমবার (১৫ ডিসেম্বর) ঢাকায় নিযুক্ত ভারতীয় হাইকমিশনার প্রণয় ভার্মাকে পররাষ্ট্র মন্ত্রণালয়ে ডাকা হয়। এই দুই দিনের ব্যবধানে পাল্টা হিসেবে দিল্লিতে বাংলাদেশের হাইকমিশনারকে তলব করা হলো। কূটনৈতিক সূত্রের মতে, সম্প্রতি জাতীয় নাগরিক পার্টির নেতা ও ছাত্রনেতাদের নেতৃত্বাধীন আন্দোলনের মুখ হাসনাত আবদুল্লাহর বক্তব্যকে কেন্দ্র করেই এই তলব। ঢাকায় এক সমাবেশে তিনি সতর্ক করে বলেন, বাংলাদেশ প্রয়োজনে বিচ্ছিন্নতাবাদী ও ভারতের বিরোধী শক্তিকে আশ্রয় দিতে পারে এবং ভারতের উত্তর-পূর্বাঞ্চলীয় রাজ্যগুলোকে মূল ভূখণ্ড থেকে বিচ্ছিন্ন করার পরিস্থিতি তৈরি হতে পারে। এর মধ্যে চলতি সপ্তাহের শুরুর দিকে বিক্ষোভের সময় ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির কুশপুতুল দাহের ঘটনা দু’দেশের মধ্যে কূটনৈতিক উত্তেজনা আরও বাড়িয়েছে। বিশ্লেষকদের মতে, ২০২৬ সালে বাংলাদেশের জাতীয় নির্বাচন সামনে রেখে এ ধরনের উত্তেজনাপূর্ণ বক্তব্য ও ঘটনার কারণে দু’দেশের কূটনৈতিক সম্পর্ক আরও জটিল হয়ে উঠতে পারে।