রাজধানীর লালবাগের ইসলামপুরে একটি প্লাস্টিকের গোডাউনে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে কাজ চালিয়ে যাচ্ছে ফায়ার সার্ভিসের চারটি ইউনিট। বুধবার (১৭ ডিসেম্বর) দুপুর দেড়টার দিকে আগুনের সংবাদ পায় তারা। ফায়ার সার্ভিসের নিয়ন্ত্রণ কেন্দ্রের ডিউটি অফিসার রোজিনা আক্তার নিশ্চিত করে বলেন, আগুনের খবর পাওয়ার সঙ্গে সঙ্গেই চারটি ইউনিট পাঠানো হয়েছে। তবে আগুনের কারণ বা হতাহতের কোনো তথ্য এখনো জানানো সম্ভব হয়নি ফায়ার সার্ভিসের এই কর্মকর্তার পক্ষ থেকে।