হান্নান মাসউদের ৩ সমর্থককে কুপিয়ে জখম
নির্বাচনে নিরাপত্তা নিয়ে কোনো শঙ্কা নেই: স্বরাষ্ট্র উপদেষ্টা
ছেঁড়া-ফাটা নোট নিয়ে নতুন সিদ্ধান্ত
সচিবালয়ের ১৪ কর্মচারী বরখাস্ত
তারেক রহমানকে অভ্যর্থনা জানাতে বিএনপির কমিটি
রমজান ও ঈদ কবে হতে পারে জানাল আরব আমিরাত
বাংলাদেশের হাইকমিশনারকে তলবের পর বিবৃতি, যা জানাল দিল্লি
বিয়ের প্রথম বছরেই ‘ইচ্ছার বাইরে’ গর্ভবতী ৭৩ শতাংশ নারী
যশোর হাসপাতালের সামনে থেকে চাকুসহ যুবক আটক
নওগাঁয় বাসচাপায় কারারক্ষী নিহত
বাংলাদেশের হাইকমিশনারকে তলবের পর বিবৃতি, যা জানাল দিল্লি
- আপডেট সময় এক ঘন্টা আগে
- / ৪ বার পড়া হয়েছে
বাংলাদেশের হাইকমিশনারের প্রতি সম্বোধন করে ভারতের পক্ষ থেকে নিরাপত্তা পরিস্থিতি নিয়ে উদ্বেগ প্রকাশ করা হয়েছে। বুধবার (১৬ ডিসেম্বর) দুপুরে বাংলাদেশের হাইকমিশনার এম রিয়াজ হামিদুল্লাহকে ডেকে এই বিষয়ে উদ্বেগের কথা জানানো হয়। ওই দিন ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয় থেকে এক বিজ্ঞপ্তিতে বিষয়টি নিশ্চিত করা হয়। ভারতের প্রত্যাশা, অন্তর্বর্তীকালীন সরকার তার কূটনৈতিক নিয়ম অনুসারে বাংলাদেশে মিশন ও পোস্টের নিরাপত্তা নিশ্চিত করবে। ওই বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে, বাংলাদেশে নিযুক্ত বাংলাদেশের হাইকমিশনার রিয়াজ হামিদুল্লাহকে আজ (১৭ ডিসেম্বর) পররাষ্ট্র মন্ত্রণালয়ে ডেকে বাংলাদেশের নিরাপত্তা পরিস্থিতির অবনতি নিয়ে ভারতের গভীর উদ্বেগ জানানো হয়েছে। বিশেষ করে কিছু চরমপন্থী উপাদানের কার্যকলাপের প্রতি তার দৃষ্টি আকর্ষণ করা হয়েছে, যারা ঢাকায় ভারতীয় মিশনের আশপাশে নিরাপত্তার পরিকল্পনা ঘোষণা করেছে। ভারত জানিয়েছে, বাংলাদেশের সাম্প্রতিক কিছু ঘটনার বিষয়ে উগ্রবাদী গোষ্ঠীর মিথ্যা অভিযোগ সম্পূর্ণ অস্বীকার করে দেশটি। দুঃখের বিষয়, অন্তর্বর্তী সরকার এখনো সম্পূর্ণ তদন্ত চালায়নি এবং ভারতের সঙ্গে প্রাসঙ্গিক প্রমাণ শেয়ার করেনি। ওই বিবৃতিতে ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয় আরও বলেছে, বাংলাদেশের জনগণের সঙ্গে ভারতের গভীর ও বন্ধুত্বপূর্ণ সম্পর্ক রয়েছে, যা মুক্তিযুদ্ধের মূল ভিত্তি। বিভিন্ন উন্নয়নমূলক কর্মকাণ্ড ও জনসাধারণের সাথে যোগাযোগের মাধ্যমে সম্পর্ক আরও জোরদার হয়েছে। আমরা বাংলাদেশে শান্তি, স্থিতিশীলতা ও স্বাধীন, সুষ্ঠু, অন্তর্ভুক্তিমূলক ও বিশ্বাসযোগ্য নির্বাচনের জন্য ধারাবাহিকভাবে আহ্বান জানিয়ে আসছি। এর আগে, সোমবার (১৫ ডিসেম্বর) ঢাকায় ভারতের হাইকমিশনার প্রণয় ভার্মাকে ডেকে পাঠিয়েছিল বাংলাদেশের পররাষ্ট্র মন্ত্রণালয়। দুই দিন পরে দিল্লিতে বাংলাদেশের হাইকমিশনারকে তলব করা হলো।
প্রিন্ট























