মানিলন্ডারিং আইন সংশোধনের সিদ্ধান্ত
রাজধানীতে ১১টি চেকপোস্ট বসিয়েছে পুলিশ
বড়দিন ও থার্টিফার্স্ট নাইটে পুলিশের বিশেষ নিরাপত্তা ব্যবস্থা
মৌলভীবাজারে মনোনয়ন সংগ্রহ করলেন জামায়াতের প্রার্থী
সুরমা নদী থেকে ৩১টি গরুসহ স্টিল নৌকা আটক
অমর একুশে বইমেলা শুরু ২০ ফেব্রুয়ারি
লন্ডনের পথে জামায়াত আমির
নারায়ণগঞ্জে স্বরাষ্ট্র উপদেষ্টাকে আটকে শিক্ষার্থীদের বিক্ষোভ
‘বাংলাদেশের হাইকমিশনারকে দিল্লিতে তলব অপ্রত্যাশিত নয়’
কনটেন্ট ক্রিয়েটর নাহিদ রিয়াসাদ মারা গেছেন
সুদানে সন্ত্রাসী হামলায় নিহত ৬ বাংলাদেশির মরদেহ আসছে ২০ ডিসেম্বর
- আপডেট সময় ৩ ঘন্টা আগে
- / ৭ বার পড়া হয়েছে
সুদানের আবেই অঞ্চলে জাতিসংঘ শান্তিরক্ষা মিশনের ঘাঁটিতে সন্ত্রাসীদের ড্রোন হামলায় নিহত বাংলাদেশ সেনাবাহিনীর ছয় শান্তিরক্ষীর মরদেহ আগামী ২০ ডিসেম্বর দেশে পৌঁছবে। বুধবার (১৭ ডিসেম্বর) সন্ধ্যায় আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর (আইএসপিআর) থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। আইএসপিআর জানায়, ১৩ ডিসেম্বর সুদানের আবেই এলাকায় জাতিসংঘ শান্তিরক্ষা মিশনের একটি ঘাঁটিতে ভয়াবহ সন্ত্রাসী ড্রোন হামলার ঘটনায় প্রথমে বাংলাদেশ সেনাবাহিনীর ৮ শান্তিরক্ষী আহত হন। পরবর্তীতে নতুন হালনাগাদ তথ্য অনুযায়ী আরও একজনের আহত হওয়ার বিষয়টি নিশ্চিত হওয়ায় মোট আহতের সংখ্যা দাঁড়ায় ৯ জন। আহতদের দ্রুততম সময়ে প্রয়োজনীয় চিকিৎসা দেওয়া হচ্ছে। বর্তমানে সবাই সুস্থ হয়ে উঠছেন এবং নাইরোবির আগা খান ইউনিভার্সিটি হাসপাতালে (লেভেল-৩ হাসপাতাল) চিকিৎসাধীন রয়েছেন। এর মধ্যে একজন ইতোমধ্যে চিকিৎসা শেষে হাসপাতাল ত্যাগ করেছেন। আইএসপিআর আরো জানায়, সন্ত্রাসী হামলায় শাহাদাতপ্রাপ্ত ছয় শান্তিরক্ষীর মরদেহ ২০ ডিসেম্বর ঢাকায় ফিরবে। দেশে ফিরে যথাযথ মর্যাদায় তাদের অন্ত্যেষ্টিক্রিয়া সম্পন্ন করা হবে। ১৩ ডিসেম্বর সুদানের আবেই এলাকায় জাতিসংঘ শান্তিরক্ষা মিশনের কাদুগলি লজিস্টিকস বেইসের বিচ্ছিন্নতাবাদী সশস্ত্র গোষ্ঠীর ড্রোন হামলায় দায়িত্বে থাকা বাংলাদেশ সেনাবাহিনীর ছয় শান্তিরক্ষী শাহাদাতবরণ করেন এবং মোট ৯ জন আহত হন।
প্রিন্ট























