, বুধবার, ১৭ ডিসেম্বর ২০২৫, ৩ পৌষ ১৪৩২ বঙ্গাব্দ
নোটিশ :
সংবাদের বিষয়ে কিছু জানাতে ইমেইল করুন [email protected] ঠিকানায়

সুদানে সন্ত্রাসী হামলায় নিহত ৬ বাংলাদেশির মরদেহ আসছে ২০ ডিসেম্বর

নিউজ ডেস্ক
  • আপডেট সময় ৩ ঘন্টা আগে
  • / ৭ বার পড়া হয়েছে

সুদানের আবেই অঞ্চলে জাতিসংঘ শান্তিরক্ষা মিশনের ঘাঁটিতে সন্ত্রাসীদের ড্রোন হামলায় নিহত বাংলাদেশ সেনাবাহিনীর ছয় শান্তিরক্ষীর মরদেহ আগামী ২০ ডিসেম্বর দেশে পৌঁছবে। বুধবার (১৭ ডিসেম্বর) সন্ধ্যায় আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর (আইএসপিআর) থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। আইএসপিআর জানায়, ১৩ ডিসেম্বর সুদানের আবেই এলাকায় জাতিসংঘ শান্তিরক্ষা মিশনের একটি ঘাঁটিতে ভয়াবহ সন্ত্রাসী ড্রোন হামলার ঘটনায় প্রথমে বাংলাদেশ সেনাবাহিনীর ৮ শান্তিরক্ষী আহত হন। পরবর্তীতে নতুন হালনাগাদ তথ্য অনুযায়ী আরও একজনের আহত হওয়ার বিষয়টি নিশ্চিত হওয়ায় মোট আহতের সংখ্যা দাঁড়ায় ৯ জন। আহতদের দ্রুততম সময়ে প্রয়োজনীয় চিকিৎসা দেওয়া হচ্ছে। বর্তমানে সবাই সুস্থ হয়ে উঠছেন এবং নাইরোবির আগা খান ইউনিভার্সিটি হাসপাতালে (লেভেল-৩ হাসপাতাল) চিকিৎসাধীন রয়েছেন। এর মধ্যে একজন ইতোমধ্যে চিকিৎসা শেষে হাসপাতাল ত্যাগ করেছেন। আইএসপিআর আরো জানায়, সন্ত্রাসী হামলায় শাহাদাতপ্রাপ্ত ছয় শান্তিরক্ষীর মরদেহ ২০ ডিসেম্বর ঢাকায় ফিরবে। দেশে ফিরে যথাযথ মর্যাদায় তাদের অন্ত্যেষ্টিক্রিয়া সম্পন্ন করা হবে। ১৩ ডিসেম্বর সুদানের আবেই এলাকায় জাতিসংঘ শান্তিরক্ষা মিশনের কাদুগলি লজিস্টিকস বেইসের বিচ্ছিন্নতাবাদী সশস্ত্র গোষ্ঠীর ড্রোন হামলায় দায়িত্বে থাকা বাংলাদেশ সেনাবাহিনীর ছয় শান্তিরক্ষী শাহাদাতবরণ করেন এবং মোট ৯ জন আহত হন।


প্রিন্ট
ট্যাগস

নিউজটি শেয়ার করুন

সুদানে সন্ত্রাসী হামলায় নিহত ৬ বাংলাদেশির মরদেহ আসছে ২০ ডিসেম্বর

আপডেট সময় ৩ ঘন্টা আগে

সুদানের আবেই অঞ্চলে জাতিসংঘ শান্তিরক্ষা মিশনের ঘাঁটিতে সন্ত্রাসীদের ড্রোন হামলায় নিহত বাংলাদেশ সেনাবাহিনীর ছয় শান্তিরক্ষীর মরদেহ আগামী ২০ ডিসেম্বর দেশে পৌঁছবে। বুধবার (১৭ ডিসেম্বর) সন্ধ্যায় আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর (আইএসপিআর) থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। আইএসপিআর জানায়, ১৩ ডিসেম্বর সুদানের আবেই এলাকায় জাতিসংঘ শান্তিরক্ষা মিশনের একটি ঘাঁটিতে ভয়াবহ সন্ত্রাসী ড্রোন হামলার ঘটনায় প্রথমে বাংলাদেশ সেনাবাহিনীর ৮ শান্তিরক্ষী আহত হন। পরবর্তীতে নতুন হালনাগাদ তথ্য অনুযায়ী আরও একজনের আহত হওয়ার বিষয়টি নিশ্চিত হওয়ায় মোট আহতের সংখ্যা দাঁড়ায় ৯ জন। আহতদের দ্রুততম সময়ে প্রয়োজনীয় চিকিৎসা দেওয়া হচ্ছে। বর্তমানে সবাই সুস্থ হয়ে উঠছেন এবং নাইরোবির আগা খান ইউনিভার্সিটি হাসপাতালে (লেভেল-৩ হাসপাতাল) চিকিৎসাধীন রয়েছেন। এর মধ্যে একজন ইতোমধ্যে চিকিৎসা শেষে হাসপাতাল ত্যাগ করেছেন। আইএসপিআর আরো জানায়, সন্ত্রাসী হামলায় শাহাদাতপ্রাপ্ত ছয় শান্তিরক্ষীর মরদেহ ২০ ডিসেম্বর ঢাকায় ফিরবে। দেশে ফিরে যথাযথ মর্যাদায় তাদের অন্ত্যেষ্টিক্রিয়া সম্পন্ন করা হবে। ১৩ ডিসেম্বর সুদানের আবেই এলাকায় জাতিসংঘ শান্তিরক্ষা মিশনের কাদুগলি লজিস্টিকস বেইসের বিচ্ছিন্নতাবাদী সশস্ত্র গোষ্ঠীর ড্রোন হামলায় দায়িত্বে থাকা বাংলাদেশ সেনাবাহিনীর ছয় শান্তিরক্ষী শাহাদাতবরণ করেন এবং মোট ৯ জন আহত হন।


প্রিন্ট