মানিলন্ডারিং আইন সংশোধনের সিদ্ধান্ত
রাজধানীতে ১১টি চেকপোস্ট বসিয়েছে পুলিশ
বড়দিন ও থার্টিফার্স্ট নাইটে পুলিশের বিশেষ নিরাপত্তা ব্যবস্থা
মৌলভীবাজারে মনোনয়ন সংগ্রহ করলেন জামায়াতের প্রার্থী
সুরমা নদী থেকে ৩১টি গরুসহ স্টিল নৌকা আটক
অমর একুশে বইমেলা শুরু ২০ ফেব্রুয়ারি
লন্ডনের পথে জামায়াত আমির
নারায়ণগঞ্জে স্বরাষ্ট্র উপদেষ্টাকে আটকে শিক্ষার্থীদের বিক্ষোভ
‘বাংলাদেশের হাইকমিশনারকে দিল্লিতে তলব অপ্রত্যাশিত নয়’
কনটেন্ট ক্রিয়েটর নাহিদ রিয়াসাদ মারা গেছেন
‘বাংলাদেশের হাইকমিশনারকে দিল্লিতে তলব অপ্রত্যাশিত নয়’
- আপডেট সময় ৩ ঘন্টা আগে
- / ৩ বার পড়া হয়েছে
ভারতের নয়াদিল্লিতে নিযুক্ত বাংলাদেশের হাইকমিশনার মুহাম্মদ রিয়াজ হামিদুল্লাহকে তলব করার ঘটনা সাধারণ কূটনৈতিক প্রক্রিয়ারই অংশ বলে মনে করেন পররাষ্ট্র উপদেষ্টা তৌহিদ হোসেন। বুধবার (১৭ ডিসেম্বর) সন্ধ্যায় পররাষ্ট্র মন্ত্রণালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে তিনি বলেন, এই তলব অপ্রত্যাশিত কোনো ঘটনা নয়। এর আগে একই দিনে দুপুরে ঢাকায় ভারতীয় হাইকমিশনের নিরাপত্তা ও কিছু বাংলাদেশি রাজনৈতিক নেতার ভারতের বিরোধী মন্তব্যের প্রতিবাদে নয়াদিল্লিতে ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ে বাংলাদেশি হাইকমিশনারকে ডেকে পাঠানো হয়। এ বিষয়টি নিয়ে সাংবাদিকদের প্রশ্নে পররাষ্ট্র উপদেষ্টা বলেন, ‘বাংলাদেশের হাইকমিশনারকে দিল্লিতে তলব খুবই অপ্রত্যাশিত কিছু নয়। ভারতের সঙ্গে কিছু দ্বন্দ্ব থাকছে। সেটাকে মান্য করেই ঢাকা কাজ চালিয়ে যেতে চেয়েছে।’ তিনি আরও বলেন, ‘ভারত শেষবারের মতো নসিয়ত করেছে, যা ঢাকা একেবারেই পছন্দ করে না। নির্বাচনের বিষয় নিয়ে প্রতিবেশী দেশের উপদেশ দরকার নেই। এটি সরকারের জন্য একেবারেই অগ্রহণযোগ্য। গত ১৫ বছরে ভারত এ ধরনের নসিয়ত করেনি, তাহলে এখন কেন করছে?’ বাংলাদেশে ক্ষমতা থেকে সরানো প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ভারত যদি থামাতে না চায়, তাহলে ঢাকাও তাকে বাধা দিতে পারবে না—এমন মন্তব্য করেন তৌহিদ হোসেন। গত সোমবার শহীদ মিনারে ইনকিলাব মঞ্চ আয়োজিত ওসমান হাদিকে হত্যাচেষ্টার সর্বদলীয় প্রতিবাদ সমাবেশে সেভেন সিস্টারস সম্পর্কে মন্তব্য করেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মূল সংগঠক হাসনাত আবদুল্লাহ। তিনি বলেন, ‘যদি ভারত বাংলাদেশের সার্বভৌমত্ব, ভোটাধিকার ও মানবাধিকারকে সম্মান না করে, তবে বাংলাদেশ ভারত-বিরোধী শক্তি ও বিচ্ছিন্নতাবাদী গোষ্ঠীগুলিকে আশ্রয় দিতে পারে।’ এই মন্তব্যের বিষয়ে জানতে চাইলে পররাষ্ট্র উপদেষ্টা বলেন, ‘হাসনাত সরকারের অংশ নয়। তার বক্তব্য সরকারের নয়।’
প্রিন্ট























