টকশোতে কটূক্তিমূলক বক্তব্য প্রচার না করতে ইসির নির্দেশ
ইসির কাছে নিরাপত্তা চাইলেন ২ প্রার্থী
ভারতীয় হাইকমিশনারকে বের করে দেওয়া উচিত ছিল: হাসনাত
মাদকসহ বিএসএফের হাতে বাংলাদেশি যুবক আটক
শরিফ ওসমান হাদির অবস্থা অত্যন্ত সংকটাপন্ন: প্রেস উইং
মান্নাসহ ৭ জনের বিরুদ্ধে দুদককে ব্যবস্থা নেওয়ার নির্দেশ আদালতের
পুলিশ সুপারের নাম-ছবি ব্যবহার করে প্রতারণা: গ্রেপ্তার ২
আবারও প্রকাশ্যে গুলি, আহত ১
পাবনায় ওয়াজ মাহফিলে ছুরিকাঘাতে যুবক হত্যা
রুদ্ধদ্বার বৈঠকে পে-স্কেল নিয়ে যেসব সিদ্ধান্ত হলো
টকশোতে কটূক্তিমূলক বক্তব্য প্রচার না করতে ইসির নির্দেশ
- আপডেট সময় ৯ ঘন্টা আগে
- / ৬ বার পড়া হয়েছে
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটের প্রেক্ষিতে নির্বাচন কমিশন (ইসি) টেলিভিশন টকশো ও নির্বাচনি সংলাপে কোনও ধরনের কটূক্তি, হেয়প্রতিপন্ন বা ব্যক্তিগত আক্রমণের বক্তব্য প্রচার নিষিদ্ধ করেছে। বুধবার (১৭ ডিসেম্বর) নির্বাচন কমিশনের জনসংযোগ শাখার পরিচালক মো. রুহুল আমিন মল্লিক স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ নির্দেশনা দেওয়া হয়। এছাড়া, তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের সচিবের কাছে এ সংক্রান্ত একটি চিঠি পাঠানো হয়েছে বলেও জানা গেছে। বিজ্ঞপ্তিতে বলা হয়, সুষ্ঠু, অবাধ ও গ্রহণযোগ্য নির্বাচনের জন্য পরিবেশ তৈরি অত্যন্ত গুরুত্বপূর্ণ। সরকারি ও বেসরকারি টেলিভিশন চ্যানেলগুলো তথ্য প্রচারে সকল প্রার্থীর জন্য সমান সুযোগ নিশ্চিত করে নির্বাচনি পরিস্থিতি সুসজ্জিত করতে পারে। আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটের জন্য আয়োজিত বিভিন্ন অনুষ্ঠান, সাক্ষাৎকার, টকশো বা সংলাপের সময়ে রাজনৈতিক দল ও প্রার্থীর সমান সুযোগ দেওয়া বিশেষ প্রয়োজন। এতে আরও বলা হয়, রাজনৈতিক দল ও প্রার্থীর আচরণবিধি, ২০২৫ এর বিধি ২৫-এ উল্লেখ রয়েছে যে, “গণমাধ্যমে নির্বাচনি সংলাপে অংশগ্রহণকারী প্রার্থী বা দলের প্রতিনিধিরা টেলিভিশন চ্যানেলের আয়োজনে অংশ নিতে পারবেন, তবে ব্যক্তিগত আক্রমণ বা কটূক্তি করে বক্তব্য প্রদান করতে পারবেন না।” ইসির বিজ্ঞপ্তিতে আরও জানানো হয়, সরকারি ও বেসরকারি সকল টেলিভিশন চ্যানেলে নির্বাচনি সংলাপ বা অন্য কোনও অনুষ্ঠানের প্রচারে সব প্রার্থী যেন সমান সুযোগ পান এবং কোনও দল বা প্রার্থীকে হেয়প্রতিপন্ন করে কোনও বক্তব্য বা কটূক্তি প্রচার না হয়, সে বিষয়ে সতর্কতা অবলম্বন ও প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য নির্দেশ দেওয়া হলো। উল্লেখ্য, আগামী বছরের ফেব্রুয়ারি মাসের ১২ তারিখে একই দিনে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট অনুষ্ঠিত হবে। ঘোষিত তফসিল অনুযায়ী, মনোনয়নপত্র দাখিলের শেষ সময় ২৯ ডিসেম্বর, মনোনয়নপত্র বাছাই ৩০ ডিসেম্বর থেকে ৪ জানুয়ারি, রিটার্নিং কর্মকর্তার সিদ্ধান্তের বিরুদ্ধে ইসিতে আপিলের শেষ তারিখ ১১ জানুয়ারি এবং নিষ্পত্তি ১২ জানুয়ারি থেকে ১৮ জানুয়ারি। প্রার্থিতা প্রত্যাহারের শেষ সময় ২০ জানুয়ারি, চূড়ান্ত প্রার্থী তালিকা প্রকাশ ও প্রতীক বরাদ্দ হবে ২১ জানুয়ারি, আর নির্বাচনি প্রচার চলবে ২২ জানুয়ারি থেকে ১০ ফেব্রুয়ারি সকাল সাড়ে ৭টা পর্যন্ত।
প্রিন্ট
























