ময়মনসিংহ কেন্দ্রীয় কারাগারে বন্দি ও কারা স্টাফদের জন্য বিনামূল্যে চক্ষু চিকিৎসা ক্যাম্প আয়োজন করা হয়েছে। স্থানীয় সিভিল সার্ভিসের সহযোগিতায় বৃহস্পতিবার (২৩ জানুয়ারি) কারাগারের অভ্যন্তরে এই কার্যক্রম পরিচালিত হয়।
এই ক্যাম্পে ১৬৫ জন বন্দি এবং ২৭ জন কারা স্টাফ চক্ষু পরীক্ষা করান। এদের মধ্যে ১০৪ জনকে বিনামূল্যে ওষুধ এবং চশমা সরবরাহ করা হয়। সহকারী কারা মহাপরিদর্শক মো. জান্নাত-উল ফরহাদ বলেন, "কারাবন্দি এবং কারার স্টাফদের স্বাস্থ্যসেবা নিশ্চিত করতে কারাগারের চিকিৎসা বিভাগ সবসময় তৎপর। এ ধরনের উদ্যোগ তাদের স্বাস্থ্যসেবা নিশ্চিত করার লক্ষ্যে নেওয়া হচ্ছে।"
এই উদ্যোগ কারাগারের অভ্যন্তরে বন্দি ও কর্মীদের স্বাস্থ্যসেবা উন্নয়নে একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ। কারা প্রশাসন জানিয়েছে, ভবিষ্যতেও এ ধরনের উদ্যোগ অব্যাহত থাকবে।