বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস অভিযোগ করেছেন যে বেগম খালেদা জিয়াকে স্লো পয়জনিং করা হয়েছে এবং তাকে পরিকল্পিতভাবে মৃত্যুর মুখে ঠেলে দেওয়া হয়েছে। শুক্রবার (২৪ জানুয়ারি) রাজধানীর নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে দলটির উদ্যোগে আয়োজিত এক দোয়া মাহফিলে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।
দোয়া মাহফিলটি বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার ছোট ছেলে মরহুম আরাফাত রহমান কোকোর দশম মৃত্যুবার্ষিকী উপলক্ষে আয়োজন করা হয়।
মির্জা আব্বাস বলেন, "খালেদা জিয়া শুধু একজন ব্যক্তি নন, তিনি বাংলাদেশের স্বাধীনতা, সার্বভৌমত্ব ও গণতন্ত্রের প্রতীক। তাকে স্লো পয়জনিংয়ের মাধ্যমে মৃত্যুর দিকে ঠেলে দেওয়া হয়েছে। এটি শুধু তার নয়, জাতির প্রতি বিরাট অন্যায়।"
২০০৭ সালের ওয়ান-ইলেভেন পরিস্থিতি নিয়ে কথা বলতে গিয়ে তিনি বলেন, "ওয়ান-ইলেভেনের সবচেয়ে বেশি নির্যাতন-নিপীড়নের শিকার হয়েছে বিএনপি ও তার কর্মীরা। এটি নিয়ে বিএনপির বিরুদ্ধে যেকোনো অভিযোগ ভিত্তিহীন।" দোয়া মাহফিলে আরও উপস্থিত ছিলেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভীসহ দলটির বিভিন্ন পর্যায়ের নেতারা।