সিঙ্গাপুরের জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় জুলাই ঐক্যের অন্যতম সংগঠক ও ইনকিলাব মঞ্চের মুখপাত্র ওসমান বিন হাদি ইন্তেকাল করেছেন। (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন) তার মৃত্যুর খবর শুনে গভীর শোক প্রকাশ করেছে জুলাই ঐক্য। সংগঠনের পক্ষ থেকে জানানো হয়েছে, আগামীকাল শুক্রবার সারাদেশের সব মসজিদে বাদ জুমা বিশেষ দোয়া অনুষ্ঠিত হবে। এছাড়া বিভিন্ন স্থানে কফিন মিছিলের আয়োজন হবে। জুলাই ঐক্যের নেতারা বলেছেন, ওসমান বিন হাদি ছিলেন সংগঠনের একজন গুরুত্বপূর্ণ নেতা। তার অবদান সংগঠনের ইতিহাসে চিরস্মরণীয় হয়ে থাকবে। এদিকে সংগঠনের পক্ষ থেকে দেশের সবাইকে শান্তি ও ধৈর্য্য ধরে থাকার আহ্বান জানানো হয়েছে।