ওসমান হাদির হত্যার প্রতিবাদে নওগাঁয় ছাত্র-জনতার উদ্যোগে কফিন মিছিল অনুষ্ঠিত হয়েছে।
আজ শুক্রবার (১৯ ডিসেম্বর) জুম্মা নামাজের পর নওজোয়ান মাঠ থেকে কফিন মিছিলটি বের করা হয়।
মিছিলটি শহরের বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে পুনরায় নওজোয়ান মাঠে এসে শেষ হয়। এ সময় বিক্ষোভকারীরা হত্যাকাণ্ডের সঙ্গে জড়িতদের দ্রুত গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান।
মিছিল শেষে সংক্ষিপ্ত সমাবেশে বক্তারা বলেন, ওসমান হাদির হত্যাকাণ্ডের সুষ্ঠু তদন্ত করে দ্রুত বিচার নিশ্চিত করতে হবে। অন্যথায় ছাত্র-জনতা আরও কঠোর কর্মসূচি দিতে বাধ্য হবে বলে হুঁশিয়ারি দেন তারা।