মার্কিন সিনেট বাংলাদেশে নতুন রাষ্ট্রদূত হিসেবে ব্রেন্ট ক্রিস্টেনসেনের অনুমোদন দিয়েছে। তিনি ঢাকায় যুক্তরাষ্ট্রের অষ্টাদশতম রাষ্ট্রদূত হিসেবে দায়িত্ব গ্রহণ করবেন। সিনেটের অনুমোদনের বিষয়টি নিজেই নিশ্চিত করেছেন ব্রেন্ট ক্রিস্টেনসেন। যুক্তরাষ্ট্রের স্থানীয় সময় শুক্রবার, ১৯ ডিসেম্বর, তিনি লিংকডইনে এক পোস্টে উল্লেখ করেন, “বাংলাদেশের পরবর্তী রাষ্ট্রদূত হিসেবে মার্কিন সিনেটের অনুমোদন পেয়ে আমি গর্বিত এবং এর জন্য প্রেসিডেন্ট ট্রাম্পের প্রতি কৃতজ্ঞ।” মার্কিন পররাষ্ট্র দপ্তরের তথ্য অনুযায়ী, ব্রেন্ট ক্রিস্টেনসেন মার্কিন পররাষ্ট্র পরিষেবার একজন অভিজ্ঞ কর্মকর্তা। তিনি পূর্বে ঢাকায় মার্কিন দূতাবাসে কাজের অভিজ্ঞতা অর্জন করেছেন। ২০১৯ থেকে ২০২১ সালের মধ্যে তিনি ঢাকায় রাজনৈতিক ও অর্থনৈতিক বিষয়ক উপদেষ্টা হিসেবে দায়িত্ব পালন করেছেন। ঢাকায় সর্বশেষ মার্কিন রাষ্ট্রদূত ছিলেন পিটার হাস। তিনি ২০২২ সালের মার্চ থেকে ২০২৪ সালের এপ্রিল পর্যন্ত ১৭তম রাষ্ট্রদূত হিসেবে কর্মরত ছিলেন।