ইনকিলাব মঞ্চের আহ্বায়ক শরিফ ওসমান হাদির হত্যাকাণ্ড নিয়ে গভীর উদ্বেগ প্রকাশ করেছে অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল। পাশাপাশি অন্তর্বর্তী সরকারের কাছে দ্রুত, সম্পূর্ণ, স্বাধীন এবং নিরপেক্ষ তদন্তের দাবি জানিয়েছে এই আন্তর্জাতিক মানবাধিকার সংস্থা। শুক্রবার (১৯ ডিসেম্বর) রাতের সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে এক পোস্টে এ বিষয়ে তারা আহ্বান জানায়। ওই পোস্টে অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল অন্তর্বর্তী সরকারকে মৃত্যুদণ্ডের ব্যতীত সহিংসতা ও হত্যাকাণ্ডে জড়িত দোষীদের ন্যায়বিচারের আওতায় আনতে অবিলম্বে পদক্ষেপ নেওয়ার অনুরোধ করে। গত শুক্রবার (১২ ডিসেম্বর) নির্বাচনী প্রচারকালীন সময়ে রাজধানীর পুরানা পল্টনের বক্স কালভার্ট সড়কে চলন্ত মোটরসাইকেল থেকে দুর্বৃত্তরা ওসমান হাদিকে গুলি করে। পরে গুরুতর আহত অবস্থায় তাকে দ্রুত ঢাকা মেডিকেল কলেজের জরুরি বিভাগে নেয়া হয়। এরপর পরিবারের ইচ্ছায় তাকে রাজধানীর এভারকেয়ার হাসপাতালে স্থানান্তর করা হয়। সবশেষ সোমবার (১৫ ডিসেম্বর) দুপুরে উন্নত চিকিৎসার জন্য এয়ার অ্যাম্বুলেন্সে করে সিঙ্গাপুরে পাঠানো হয় ওসমান হাদিকে। সেখানে চিকিৎসাধীন অবস্থায় বৃহস্পতিবার (১৮ ডিসেম্বর) তিনি মারা যান। শুক্রবার (১৯ ডিসেম্বর) তার লাশ দেশে ফিরিয়ে আনা হয়। জানাজার জন্য বিমানটি সন্ধ্যা ৫টা ৪৯ মিনিটে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করে। ইনকিলাব মঞ্চ জানিয়েছে, পরিবারের অনুরোধে ওসমান হাদিকে জাতীয় কবি কাজী নজরুল ইসলামের কবরের পাশে দাফন করা হবে এবং মানিক মিয়া অ্যাভিনিউতে বাদ জোহর জানাজা অনুষ্ঠিত হবে।