ভারতের একাধিক তারকার কোটি টাকার সম্পত্তি বাজেয়াপ্ত
লন্ডন থেকে দেশে ফিরেই হাদির লাশ দেখতে গেলেন জামায়াত আমির
সীমান্তে অতন্দ্র প্রহরীর দায়িত্ব পালন করছে বিজিবি: প্রধান উপদেষ্টা
আজ টানা ৯ ঘণ্টা বিদ্যুৎ থাকবে না যেসব এলাকায়
দুপুর ২টায় ওসমান হাদির জানাজা, মানতে হবে যেসব নির্দেশনা
ওসমান হাদিকে হত্যা: অ্যামনেস্টি ইন্টারন্যাশনালের বিবৃতি
ওসমান হাদির মৃত্যুতে আজ রাষ্ট্রীয় শোক
‘বাম, শাহবাগি, ছায়ানট, উদীচীকে তছনছ করে দিতে হবে’—জাবি ছাত্রশিবির সেক্রেটারি মোস্তাফিজ
বিএনপির স্থায়ী কমিটির জরুরি সভায় নৈরাজ্য ও সহিংসতার ঘটনায় গভীর উদ্বেগ
হাদি হত্যার দায় সরকারকে নিতে হবে: রুমিন ফারহানা
দুপুর ২টায় ওসমান হাদির জানাজা, মানতে হবে যেসব নির্দেশনা
- আপডেট সময় ২ ঘন্টা আগে
- / ৪ বার পড়া হয়েছে
জাতীয় সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় আজ শনিবার (২০ ডিসেম্বর) দুপুর ২টায় শরিফ ওসমান হাদির জানাজার নামাজ অনুষ্ঠিত হবে। এই জানাজার জন্য অংশগ্রহণকারীদের কিছু নির্দেশনা প্রদান করেছে সরকার। জানাজায় অংশ নেওয়ার সময় কোনো প্রকার ব্যাগ বা ভারি বস্তু বহন করা থেকে বিরত থাকতে বলা হয়েছে। পাশাপাশি সংসদ ভবন ও এর আশেপাশের এলাকায় ড্রোন ওড়ানো সম্পূর্ণ নিষিদ্ধ ঘোষণা করা হয়েছে।
অপর দিকে, ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি) জানিয়েছে, শরিফ ওসমান হাদির জানাজা উপলক্ষে ব্যাপক সংখ্যক মানুষ উপস্থিত হবে। ফলে মানিক মিয়া এভিনিউতে যান চলাচল সীমিত থাকবে। জানাজার সুবিধার্থে খেজুর বাগান ক্রসিং থেকে মানিক মিয়া এভিনিউ পর্যন্ত যানবাহন চলাচল বন্ধ থাকবে। সেই সাথে বিকল্প সড়ক ব্যবহারের অনুরোধ জানানো হয়েছে।
বিকল্প সড়কগুলো হলো-
১. মিরপুর রোড থেকে ফার্মগেটের দিকে যানবাহন গেলে, মিরপুর রোড হয়ে উত্তর দিক থেকে আসা যানবাহনগুলো গনভবন ক্রসিং, লেকরোড, উড়োজাহাজ ক্রসিং, বিজয় সরণি ক্রসিং দিয়ে ডানে মোড় নিয়ে ফার্মগেটের দিকে যাবে।
২. ফার্মগেট থেকে মানিক মিয়া এভিনিউগামী যানবাহন গেলে, ফার্মগেট থেকে খেজুর বাগান ক্রসিং দিয়ে ডানে মোড় নিয়ে উড়োজাহাজ ক্রসিং, বামে মোড় নিয়ে লেক রোড, গনভবন ক্রসিং হয়ে যাবে।
৩. ধানমন্ডি থেকে ফার্মগেটগামী যানবাহন ধানমন্ডি ২৭ থেকে আসা গাড়িগুলো আসাদগেট, গনভবন ক্রসিং দিয়ে ডানে ইউটার্ন করে লেকরোড, উড়োজাহাজ ক্রসিং, বিজয় সরণি ক্রসিং দিয়ে ফার্মগেটের দিকে যাবে।
৪. আসাদগেট থেকে ফার্মগেটগামী যানবাহন আসাদগেটের বামে মোড় নিয়ে গনভবন ক্রসিং, ডানে মোড় নিয়ে লেক রোড, উড়োজাহাজ ক্রসিং, বিজয় সরণি ক্রসিং, ডানে মোড় নিয়ে ফার্মগেটের দিকে যাবে।
৫. এলিভেটেড এক্সপ্রেসওয়ে বা ইন্দিরা রোড থেকে ধানমন্ডি যাওয়ার যানবাহনগুলো এলিভেটেড এক্সপ্রেসওয়ে বাইন্ডিরা রোড থেকে খেজুর বাগান ক্রসিং দিয়ে ডানে মোড় নিয়ে উড়োজাহাজ ক্রসিং, বামে মোড় নিয়ে লেক রোড, বামে মোড় নিয়ে আসাদগেট, সোজা পথে ধানমন্ডি যাবে।
৬. মিরপুর রোড থেকে ধানমন্ডি ২৭ গামী যানবাহনগুলো, মিরপুর রোড থেকে দক্ষিণ অভিমুখী শ্যামলী, শিশু মেলা, গনভবন, আসাদগেট হয়ে সরাসরি ধানমন্ডি ২৭ এর দিকে যাবে, কারণ ব্লকেড সরানো হয়েছে।
৭. এলিভেটেড এক্সপ্রেসওয়ে বা ইন্দিরা রোড থেকে ধানমন্ডি যাওয়ার যানবাহনগুলো ফার্মগেট এক্সিটের পরিবর্তে এফডিসি (হাতিরঝিল) র্যাম্প ব্যবহার করার জন্য অনুরোধ জানানো হয়েছে।
ইনকিলাব মঞ্চের ফেসবুক পেজে জানানো হয়েছে, পরিবারের অনুরোধে ওসমান হাদিকে কবি নজরুলের পাশে সমাহিত করা হবে এবং বাদ জোহর মানিক মিয়া অ্যাভিনিউতে জানাজা অনুষ্ঠিত হবে। গত ১২ ডিসেম্বর, গণসংযোগের সময় রাজধানীর বিজয়নগর এলাকায় চলন্ত মোটরসাইকেল থেকে হাদির ওপর গুলিবর্ষণ করা হয়। গুলিটি তার মাথায় লাগে, ফলে তিনি গুরুতর আহত হন। তাকে প্রথমে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়া হয়। অস্ত্রোপচারের পর তাকে ঢাকার এভারকেয়ার হাসপাতালে স্থানান্তর করা হয়। পরে উন্নত চিকিৎসার জন্য এয়ার অ্যাম্বুলেন্সে করে সিঙ্গাপুর জেনারেল হাসপাতাল পাঠানো হয়। সেখানে ১৮ ডিসেম্বর রাতে চিকিৎসাধীন অবস্থায় হাদির মৃত্যু হয়।
১৯ ডিসেম্বর বাংলাদেশ সময় দুপুর ২টায় বিমানের একটি ফ্লাইটে হাদির মরদেহ চাঙ্গি আন্তর্জাতিক বিমানবন্দর ত্যাগ করে। সন্ধ্যা ৫টা ৪৮ মিনিটে হাদির মরদেহ বহনকারী ফ্লাইটটি হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করে।
প্রিন্ট






















