শিল্পকলার সব অনুষ্ঠান-প্রদর্শনী ‘অনির্দিষ্টকালের জন্য’ স্থগিত
বিএনপিকে নিয়ে বিভ্রান্তিকর বক্তব্য: হাসান সারওয়ার্দীকে এলডিপি থেকে সাময়িক বহিষ্কার
কুষ্টিয়া নির্বাচন অফিসে দুর্বৃত্তদের আগুন
ওসমান হাদির জানাজা: সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় জনতার ঢল
হাদির জানাজা পড়াবেন বড় ভাই আবু বকর
সন্ত্রাসী হামলায় নিহত ৬ শান্তিরক্ষীর মরদেহ ঢাকায়
সন্ত্রাস-সহিংসতার আহ্বান সংবলিত পোস্টের বিষয়ে অভিযোগ দেওয়ার আহ্বান
ডিএমপির নিরাপত্তা বলয়, থাকছে ১ হাজার বডি ওর্ন ক্যামেরা
ময়মনসিংহে হিন্দু যুবককে পিটিয়ে হত্যার ঘটনায় গ্রেপ্তার ৭
ভারতের একাধিক তারকার কোটি টাকার সম্পত্তি বাজেয়াপ্ত
ডিএমপির নিরাপত্তা বলয়, থাকছে ১ হাজার বডি ওর্ন ক্যামেরা
- আপডেট সময় ২ ঘন্টা আগে
- / ৩ বার পড়া হয়েছে
ইনকিলাব মঞ্চের মুখপাত্র ওসমান হাদির জানাজার নিরাপত্তা নিশ্চিত করতে যথাযথ সংখ্যক পুলিশ মোতায়েন করা হয়েছে। এছাড়াও থাকছে এক হাজার বডি ওয়ার্ন ক্যামেরা এবং সাদা পোশাকের পুলিশ। শনিবার (২০ ডিসেম্বর) ডিএমপির মিডিয়া ও পাবলিক রিলেশন্স বিভাগের উপ-পুলিশ কমিশনার মুহাম্মদ তালেবুর রহমান এসব তথ্য জানান। তিনি বলেন, ওসমান হাদির জানাজা থেকে শুরু করে দাফন পর্যন্ত নিরাপত্তার জন্য সাদা পোশাকের পুলিশ ইতিমধ্যে কাজ শুরু করেছে। এছাড়া, হাদির মরদেহ রাখা হাসপাতাল ও জানাজার স্থানে যথেষ্ট সংখ্যক পুলিশ মোতায়েন করা হয়েছে। ঢাকা বিশ্ববিদ্যালয় পর্যন্ত দাফন প্রক্রিয়া সম্পন্ন হওয়া পর্যন্ত আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী সব সময় সতর্ক থাকবে যাতে কোনো ধরনের বিশৃঙ্খলা ঘটতে না পারে। তিনি বলেন, আইনশৃঙ্খলা বাহিনীর সকল সদস্য ওসমান হাদির জানাজা থেকে দাফন পর্যন্ত নির্দিষ্ট স্থানে কর্মরত থাকবেন। জানাজার অনুষ্ঠানের জন্য এক হাজার বডি ওয়ার্ন ক্যামেরা সহ পর্যাপ্ত সংখ্যক পুলিশ মোতায়েন করেছে ডিএমপি। নিরাপত্তা সংক্রান্ত বিষয়ে রমনা বিভাগের উপ-পুলিশ কমিশনার মো. মাসুদ আলম বলেন, ওসমান হাদির দাফন প্রক্রিয়া সম্পন্ন হওয়া পর্যন্ত ঢাকা বিশ্ববিদ্যালয়ে পর্যাপ্ত নিরাপত্তা ব্যবস্থা নেওয়া হয়েছে। পাশাপাশি, সাদা পোশাকের পুলিশ ইতিমধ্যে কাজ শুরু করেছে এবং চেকপোস্ট থাকবে। অন্যদিকে, বিজিবি জানিয়েছে, ওসমান হাদির জানাজাকে কেন্দ্র করে সার্বিক আইনশৃঙ্খলা রক্ষা ও নিরাপত্তা নিশ্চিত করতে জাতীয় সংসদ ভবনসহ রাজধানীর গুরুত্বপূর্ণ এলাকায় পর্যাপ্ত বিজিবি সদস্য মোতায়েন করা হয়েছে।
প্রিন্ট





















