জাতীয় সাইবার সুরক্ষা সংস্থা সরাসরি হোয়াটসঅ্যাপে ও ইমেইলে সোশ্যাল মিডিয়ায় সন্ত্রাস ও সহিংসতার আহ্বানসহ পোস্টের রিপোর্ট করার জন্য সাধারণ মানুষকে আহ্বান জানিয়েছে। শনিবার (২১ ডিসেম্বর) ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি মন্ত্রণালয়ের এক বিজ্ঞপ্তিতে এ তথ্য প্রকাশ করা হয়। এতে উল্লেখ করা হয়, হোয়াটসঅ্যাপে ও ইমেইলে প্রাপ্ত অভিযোগগুলো প্রথমে যাচাই-বাছাই করে বিটিআরসির মাধ্যমে সংশ্লিষ্ট প্ল্যাটফর্মে রিপোর্ট করা হবে। জানা গেছে, সরকার সোশ্যাল মিডিয়ার কোনো পোস্ট সরাসরি অপসারণ করতে পারে না; তারা কেবল যৌক্তিক কারণ দেখিয়ে সহিংসতা বা উসকানি মূলক পোস্টগুলো সংশ্লিষ্ট প্ল্যাটফর্মের কাছে রিপোর্ট করতে পারে। উল্লেখ্য, প্রত্যক্ষ সহিংসতা বা সহিংসতার আহ্বান জানানো হেট স্পিচ জাতীয় সাইবার সুরক্ষা আইন ২০২৫ অনুযায়ী শাস্তিযোগ্য অপরাধ। এজেন্সিটি জনসাধারণকে সতর্ক করে বলছে, সোশ্যাল মিডিয়াকে সহিংসতা বা হিংসার উসকানি তৈরির হাতিয়ার হিসেবে ব্যবহার করা থেকে বিরত থাকতে এবং দেশের নিরাপত্তা ও নাগরিকদের জীবন ও সম্পদের সুরক্ষায় সচেতন হওয়ার জন্য। রিপোর্ট দেওয়ার জন্য নম্বর ও ইমেইল হল: হোয়াটসঅ্যাপ নম্বর ০১৩০৮৩৩২৫৯২, ইমেইল [email protected]