ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরিফ ওসমান হাদির জানাজার অনুষ্ঠান শনিবার (২০ ডিসেম্বর) দুপুর দুইটায় মানিক মিয়া অ্যাভিনিউয়ে অনুষ্ঠিত হবে। এই জানাজার নামাজ পড়াবেন তার বড় ভাই আবু বকর সিদ্দিক। ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের নিউরোসার্জারি বিভাগের চিকিৎসক ও ন্যাশনাল হেলথ অ্যালায়েন্সের (এনএইচএ) সদস্য সচিব ডা. মো. আব্দুল আহাদ এ তথ্য জানিয়েছেন। তিনি আরও বলেছেন, হাদির জানাজার নামাজ পড়াবেন তার বড় ভাই আবু বকর সিদ্দিক। দাফন করা হবে জাতীয় কবি কাজী নজরুল ইসলামের কবরের পাশেই। অন্যদিকে, জানাজায় অংশ নিতে আসা অনেক ছাত্র-জনতা জাতীয় সংসদের দক্ষিণ প্লাজায় প্রবেশ করেছেন।