ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরিফ ওসমান হাদির মৃত্যুর ঘটনায় স্বরাষ্ট্র উপদেষ্টাকে পদত্যাগের জন্য ২৪ ঘণ্টার শেষ সতর্কবার্তা দেওয়া হয়েছে। হাদির জানাজা ও দাফনের পর শাহবাগে জড়ো হয়ে এই দাবি জানায় ইনকিলাব মঞ্চ। শনিবার (২০ ডিসেম্বর) বিকালে হাদির দাফনের পর শিক্ষার্থী ও সাধারণ জনগণ শাহবাগ চত্বরে অবস্থান নেয়। এরপরই ‘হাদি, হাদি’ স্লোগানে পুরো এলাকা মুখরিত হয়ে ওঠে। এর আগে ওসমান হাদির জানাজার সময় পরিবারের পক্ষ থেকে দেওয়া বক্তব্যে ইনকিলাব মঞ্চের সদস্য সচিব আবদুল্লাহ আল জাবেরও একই সতর্কবার্তা দেন। তিনি বলেন, কোনো ধরনের সহিংসতার আহ্বানে সাড়া না দেওয়ার জন্য সবাইকে অনুরোধ জানানো হচ্ছে, ইনকিলাব মঞ্চ থেকে সব সিদ্ধান্ত জানানো হবে। তিনি আরও বলেন, এক সপ্তাহ পেরিয়ে গেলেও হাদির ওপর হামলা চালানো ব্যক্তিকে গ্রেপ্তার করা যায়নি। আগামী ২৪ ঘণ্টার মধ্যে স্বরাষ্ট্র উপদেষ্টা ও প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী খোদাবক্স চৌধুরীকে তাদের পদক্ষেপের বিষয় জনগণকে জানাতে হবে বলে দাবি করেন তিনি।