, রবিবার, ২১ ডিসেম্বর ২০২৫, ৭ পৌষ ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
Logo বগুড়া-৭ আসন থেকে খালেদা জিয়ার মনোনয়নপত্র সংগ্রহ Logo শরীয়তপুরে যুবলীগ নেতাকে ছাড়াতে ব্যর্থ হয়ে সাংবাদিকদের ওপর হামলা Logo দলীয় প্রার্থীর প্রচারে থেকেও মনোনয়নপত্র নিলেন সাক্কু Logo জরুরি সংবাদ সম্মেলন ডেকেছে স্বরাষ্ট্র মন্ত্রণালয় Logo সীমান্ত অতিক্রম করে বাংলাদেশে প্রবেশ, বিজিবির হাতে বিএসএফ সদস্য আটক Logo ফেনী টেলিভিশন জার্নালিস্ট ক্লাবের কমিটি গঠন Logo শেরপুরে দুই মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষ, নিহত ১ Logo আগুনে পুড়িয়ে মারা ও প্রতিষ্ঠান জ্বালিয়ে দেয়া বরদাস্ত করবে না সরকার: ধর্ম উপদেষ্টা Logo ময়মনসিংহে যুবককে পিটিয়ে হত্যা মামলায় গ্রেপ্তার আরও ২ Logo নেত্রকোনায় বসতঘরে পড়েছিল কৃষকের গলাকাটা মরদেহ
নোটিশ :
সংবাদের বিষয়ে কিছু জানাতে ইমেইল করুন [email protected] ঠিকানায়

দিল্লিতে বাংলাদেশের হাইকমিশনারকে হুমকি

নিউজ ডেস্ক
  • আপডেট সময় ৩ ঘন্টা আগে
  • / ০ বার পড়া হয়েছে

দিল্লিতে বাংলাদেশের হাইকমিশনের ভবনের গেটের সামনে উগ্র আচরণ ও হুমকি দেওয়ার ঘটনা ঘটেছে। শনিবার (২০ ডিসেম্বর) রাতে কিছু ভারতীয় নাগরিক সেখানে চিৎকার-চেঁচামেচি করে বাংলাদেশের নিযুক্ত হাইকমিশনার রিয়াজ হামিদুল্লাহকে হুমকি দেয় বলে জানা গেছে। এ বিষয়ে দিল্লিতে বাংলাদেশের প্রেস মিনিস্টার মো. ফয়সল মাহমুদ সংবাদমাধ্যমকে বলেন, রাতে সাড়ে ৮টা থেকে প্রায় ৯টার মধ্যে তিনটি গাড়ি নিয়ে কয়েকজন ব্যক্তি বাংলাদেশ ভবনের গেটের সামনে এসে কিছু সময় চিৎকার করে। তারা বাংলা ও হিন্দি ভাষায় কথা বলছিলেন। সেই সময় তারা ‘হিন্দুদের নিরাপত্তা দিতে হবে’ এবং ‘হাইকমিশনারকে ধরো’ এর মতো স্লোগান দেয়। তিনি আরও জানান, ওই ব্যক্তিরা পরে মূল গেটের সামনে এসে কিছুক্ষণ চিৎকার করে চলে যান। তবে এই সময় তারা কোনো শারীরিক হামলা চালায়নি, কোনো কিছু ছুড়াছুড়িও করেনি। হাইকমিশনারকে হত্যার হুমকি দেওয়া হয়েছে কি না- এই প্রশ্নের উত্তরে প্রেস মিনিস্টার বলেন, সম্ভবত। তারা হিন্দি ও বাংলা মিলিয়ে বলছিলেন— ‘ওখানে যদি হিন্দু মারা হয়, তাহলে আমরা তোমাদের সবাইকে মেরে ফেলবো।’ তবে এগুলো ছিল কেবল কথাবার্তা ও চিৎকার, কোনো শারীরিক হামলা হয়নি। ঘটনার পরে রাতেই জরুরি ভিত্তিতে বাংলাদেশ হাইকমিশনের ডিফেন্স উইংয়ের সঙ্গে বৈঠক করেন হাইকমিশনার রিয়াজ হামিদুল্লাহ। ডিফেন্স উইংয়ের এক কর্মকর্তা তাকে জানান, সংশ্লিষ্ট ব্যক্তিরা এসে চিৎকার করে চলে গেছেন এবং অতিরিক্ত কোনো অপ্রীতিকর ঘটনা ঘটেনি।


প্রিন্ট
ট্যাগস

নিউজটি শেয়ার করুন

দিল্লিতে বাংলাদেশের হাইকমিশনারকে হুমকি

আপডেট সময় ৩ ঘন্টা আগে

দিল্লিতে বাংলাদেশের হাইকমিশনের ভবনের গেটের সামনে উগ্র আচরণ ও হুমকি দেওয়ার ঘটনা ঘটেছে। শনিবার (২০ ডিসেম্বর) রাতে কিছু ভারতীয় নাগরিক সেখানে চিৎকার-চেঁচামেচি করে বাংলাদেশের নিযুক্ত হাইকমিশনার রিয়াজ হামিদুল্লাহকে হুমকি দেয় বলে জানা গেছে। এ বিষয়ে দিল্লিতে বাংলাদেশের প্রেস মিনিস্টার মো. ফয়সল মাহমুদ সংবাদমাধ্যমকে বলেন, রাতে সাড়ে ৮টা থেকে প্রায় ৯টার মধ্যে তিনটি গাড়ি নিয়ে কয়েকজন ব্যক্তি বাংলাদেশ ভবনের গেটের সামনে এসে কিছু সময় চিৎকার করে। তারা বাংলা ও হিন্দি ভাষায় কথা বলছিলেন। সেই সময় তারা ‘হিন্দুদের নিরাপত্তা দিতে হবে’ এবং ‘হাইকমিশনারকে ধরো’ এর মতো স্লোগান দেয়। তিনি আরও জানান, ওই ব্যক্তিরা পরে মূল গেটের সামনে এসে কিছুক্ষণ চিৎকার করে চলে যান। তবে এই সময় তারা কোনো শারীরিক হামলা চালায়নি, কোনো কিছু ছুড়াছুড়িও করেনি। হাইকমিশনারকে হত্যার হুমকি দেওয়া হয়েছে কি না- এই প্রশ্নের উত্তরে প্রেস মিনিস্টার বলেন, সম্ভবত। তারা হিন্দি ও বাংলা মিলিয়ে বলছিলেন— ‘ওখানে যদি হিন্দু মারা হয়, তাহলে আমরা তোমাদের সবাইকে মেরে ফেলবো।’ তবে এগুলো ছিল কেবল কথাবার্তা ও চিৎকার, কোনো শারীরিক হামলা হয়নি। ঘটনার পরে রাতেই জরুরি ভিত্তিতে বাংলাদেশ হাইকমিশনের ডিফেন্স উইংয়ের সঙ্গে বৈঠক করেন হাইকমিশনার রিয়াজ হামিদুল্লাহ। ডিফেন্স উইংয়ের এক কর্মকর্তা তাকে জানান, সংশ্লিষ্ট ব্যক্তিরা এসে চিৎকার করে চলে গেছেন এবং অতিরিক্ত কোনো অপ্রীতিকর ঘটনা ঘটেনি।


প্রিন্ট