, রবিবার, ২১ ডিসেম্বর ২০২৫, ৭ পৌষ ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
Logo বগুড়া-৭ আসন থেকে খালেদা জিয়ার মনোনয়নপত্র সংগ্রহ Logo শরীয়তপুরে যুবলীগ নেতাকে ছাড়াতে ব্যর্থ হয়ে সাংবাদিকদের ওপর হামলা Logo দলীয় প্রার্থীর প্রচারে থেকেও মনোনয়নপত্র নিলেন সাক্কু Logo জরুরি সংবাদ সম্মেলন ডেকেছে স্বরাষ্ট্র মন্ত্রণালয় Logo সীমান্ত অতিক্রম করে বাংলাদেশে প্রবেশ, বিজিবির হাতে বিএসএফ সদস্য আটক Logo ফেনী টেলিভিশন জার্নালিস্ট ক্লাবের কমিটি গঠন Logo শেরপুরে দুই মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষ, নিহত ১ Logo আগুনে পুড়িয়ে মারা ও প্রতিষ্ঠান জ্বালিয়ে দেয়া বরদাস্ত করবে না সরকার: ধর্ম উপদেষ্টা Logo ময়মনসিংহে যুবককে পিটিয়ে হত্যা মামলায় গ্রেপ্তার আরও ২ Logo নেত্রকোনায় বসতঘরে পড়েছিল কৃষকের গলাকাটা মরদেহ
নোটিশ :
সংবাদের বিষয়ে কিছু জানাতে ইমেইল করুন [email protected] ঠিকানায়

আগুনে পুড়িয়ে মারা ও প্রতিষ্ঠান জ্বালিয়ে দেয়া বরদাস্ত করবে না সরকার: ধর্ম উপদেষ্টা

নিউজ ডেস্ক
  • আপডেট সময় ৩ ঘন্টা আগে
  • / ২ বার পড়া হয়েছে

আগুন দিয়ে মানুষ পুড়িয়ে মারা এবং প্রতিষ্ঠান জ্বালিয়ে দেওয়ার মতো জঘন্য কাজকে সরকার কখনোই বরদাস্ত করবে না বলে স্পষ্ট করে দিয়েছেন ধর্ম উপদেষ্টা আ ফ ম খালিদ হোসেন। রোববার (২১ ডিসেম্বর) দুপুরে সচিবালয়ে এক সাংবাদিক সম্মেলনে তিনি এ মন্তব্য করেন। ধর্ম উপদেষ্টা বলেন, “আগুন দিয়ে মানুষ হত্যা ও প্রতিষ্ঠানে আগুন লাগানোর কাজ সম্পূর্ণ গর্হিত। সরকার এইসব কার্যকলাপের কাছে নতজানু হবে না।” সব প্রতিষ্ঠানকে নিরাপত্তা দেয়া সরকারের জন্য কঠিন হলেও, তিনি উল্লেখ করেন, “আইনশৃঙ্খলা পরিস্থিতি সরকারের নিয়ন্ত্রণে রয়েছে।” ময়মনসিংহে এক যুবককে পিটিয়ে হত্যা করার ঘটনাকে অত্যন্ত নিন্দনীয় বলে মন্তব্য করেন খালিদ হোসেন। তিনি বলেন, “এ ধরনের অঘটন রাষ্ট্র পরিচালনায় বড় বাধা সৃষ্টি করে। এইসব মবকালো অপরাধীদের দ্রুত আইনের আওতায় আনা হবে।” ময়মনসিংহের ঘটনায় কিছু ব্যক্তিকে গ্রেফতার করা হয়েছে বলেও জানিয়েছেন তিনি। গত ১৮ ডিসেম্বর রাতে ময়মনসিংহের ভালুকা উপজেলার স্কয়ার মাস্টার বাড়ি ডুবালিয়া পাড়া এলাকায় ধর্ম অবমাননার অভিযোগে দীপু চন্দ্র দাস নামে এক যুবককে পিটিয়ে হত্যা করা হয়। পরে মরদেহ গাছের সঙ্গে বেঁধে আগুন ধরানো হয়। এ ঘটনায় এখন পর্যন্ত ১০ জনকে গ্রেফতার করা হয়েছে। এর পাশাপাশি একই রাতে প্রথম আলো ও ডেইলি স্টারের প্রধান কার্যালয়ে হামলা, ভাঙচুর ও অগ্নিসংযোগের ঘটনাও ঘটে। এছাড়াও দেশের বিভিন্ন স্থানে হামলা, ভাঙচুর ও অগ্নিসংযোগের খবর পাওয়া যায়।


প্রিন্ট
ট্যাগস

নিউজটি শেয়ার করুন

আগুনে পুড়িয়ে মারা ও প্রতিষ্ঠান জ্বালিয়ে দেয়া বরদাস্ত করবে না সরকার: ধর্ম উপদেষ্টা

আপডেট সময় ৩ ঘন্টা আগে

আগুন দিয়ে মানুষ পুড়িয়ে মারা এবং প্রতিষ্ঠান জ্বালিয়ে দেওয়ার মতো জঘন্য কাজকে সরকার কখনোই বরদাস্ত করবে না বলে স্পষ্ট করে দিয়েছেন ধর্ম উপদেষ্টা আ ফ ম খালিদ হোসেন। রোববার (২১ ডিসেম্বর) দুপুরে সচিবালয়ে এক সাংবাদিক সম্মেলনে তিনি এ মন্তব্য করেন। ধর্ম উপদেষ্টা বলেন, “আগুন দিয়ে মানুষ হত্যা ও প্রতিষ্ঠানে আগুন লাগানোর কাজ সম্পূর্ণ গর্হিত। সরকার এইসব কার্যকলাপের কাছে নতজানু হবে না।” সব প্রতিষ্ঠানকে নিরাপত্তা দেয়া সরকারের জন্য কঠিন হলেও, তিনি উল্লেখ করেন, “আইনশৃঙ্খলা পরিস্থিতি সরকারের নিয়ন্ত্রণে রয়েছে।” ময়মনসিংহে এক যুবককে পিটিয়ে হত্যা করার ঘটনাকে অত্যন্ত নিন্দনীয় বলে মন্তব্য করেন খালিদ হোসেন। তিনি বলেন, “এ ধরনের অঘটন রাষ্ট্র পরিচালনায় বড় বাধা সৃষ্টি করে। এইসব মবকালো অপরাধীদের দ্রুত আইনের আওতায় আনা হবে।” ময়মনসিংহের ঘটনায় কিছু ব্যক্তিকে গ্রেফতার করা হয়েছে বলেও জানিয়েছেন তিনি। গত ১৮ ডিসেম্বর রাতে ময়মনসিংহের ভালুকা উপজেলার স্কয়ার মাস্টার বাড়ি ডুবালিয়া পাড়া এলাকায় ধর্ম অবমাননার অভিযোগে দীপু চন্দ্র দাস নামে এক যুবককে পিটিয়ে হত্যা করা হয়। পরে মরদেহ গাছের সঙ্গে বেঁধে আগুন ধরানো হয়। এ ঘটনায় এখন পর্যন্ত ১০ জনকে গ্রেফতার করা হয়েছে। এর পাশাপাশি একই রাতে প্রথম আলো ও ডেইলি স্টারের প্রধান কার্যালয়ে হামলা, ভাঙচুর ও অগ্নিসংযোগের ঘটনাও ঘটে। এছাড়াও দেশের বিভিন্ন স্থানে হামলা, ভাঙচুর ও অগ্নিসংযোগের খবর পাওয়া যায়।


প্রিন্ট