









সুইজারল্যান্ড সফর শেষে আজ দেশে ফিরছেন ড. মুহাম্মদ ইউনূস

- আপডেট সময় ০১:২১ অপরাহ্ন, শনিবার, ২৫ জানুয়ারী ২০২৫
- / ৫৯ বার পড়া হয়েছে
অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস চার দিনের সফর শেষে আজ শনিবার (২৫ জানুয়ারি) দেশে ফিরছেন। সুইজারল্যান্ডের দাভোসে অনুষ্ঠিত ওয়ার্ল্ড ইকোনমিক ফোরামের (ডব্লিউইএফ) বার্ষিক সভায় তিনি বাংলাদেশকে প্রতিনিধিত্ব করেন।
প্রেস উইং জানিয়েছে, অধ্যাপক ইউনূস সম্মেলনে যোগদানের পাশাপাশি জার্মানির চ্যান্সেলর ওলাফ শলৎস, বেলজিয়ামের রাজা ফিলিপ এবং থাইল্যান্ডের প্রধানমন্ত্রী পেতংতার্ন সিনাওয়াত্রার সঙ্গে দ্বিপক্ষীয় বৈঠক করেছেন। এছাড়াও জাতিসংঘের সংস্থাসমূহ এবং বিভিন্ন প্রতিষ্ঠানের শীর্ষ নির্বাহীদের সঙ্গে তার গুরুত্বপূর্ণ আলোচনাগুলো সুইজারল্যান্ড সফরকে অর্থবহ করেছে।
প্রধান উপদেষ্টার উপ-প্রেস সচিব আবুল কালাম আজাদ জানিয়েছেন, সম্মেলনে বাংলাদেশ বিষয়ে আলাদা সংলাপ অনুষ্ঠিত হয়েছে। সেখানে দেশের বিনিয়োগবান্ধব পরিবেশ সম্পর্কে তথ্য তুলে ধরা হয়েছে এবং বিদেশি বিনিয়োগকারীদের বাংলাদেশে বিনিয়োগের আহ্বান জানানো হয়েছে। উল্লেখ্য, ড. ইউনূস আরও কয়েকটি আন্তর্জাতিক মিডিয়ায় সাক্ষাৎকার প্রদান করেন এবং বিভিন্ন উচ্চপর্যায়ের বৈঠকে অংশগ্রহণ করেন।
প্রিন্ট