ভারতের প্রেসনোট ‘প্রত্যাখ্যান’ করেছে বাংলাদেশ: পররাষ্ট্র উপদেষ্টা
দিল্লিতে প্রধান উপদেষ্টার কুশপুত্তলিকা দাহ
ঢাকা সেনানিবাসে সুদানে শহীদ ছয় শান্তিরক্ষীর জানাজা অনুষ্ঠিত
ধর্মকে পুঁজি করে মবসন্ত্রাস করলে প্রতিহত করবে ছাত্রদল: রাকিব
নওগাঁর রাণীনগরে ইউপি চেয়ারম্যান গ্রেফতার
গোপালগঞ্জে আওয়ামী লীগ নেতার বাড়িতে দুর্বৃত্তদের আগুন
ওসমান হাদি ইনসাফ প্রতিষ্ঠার চেষ্টা করেছিলেন: আইন উপদেষ্টা
ব্রাহ্মণবাড়িয়ায় ‘চুরির অভিযোগে’ গণপিটুনিতে একজন নিহত, আটক ৪
এ কে খন্দকারের জানাজায় প্রধান উপদেষ্টা
সৌদি আরবে এক সপ্তাহে প্রায় ১৯ হাজার অবৈধ অভিবাসী গ্রেপ্তার
‘কেন ও কোন অপরাধে প্রথম আলো-ডেইলি স্টারে আগুন লাগানো হলো’
- আপডেট সময় ৩ ঘন্টা আগে
- / ৫ বার পড়া হয়েছে
ইনকিলাব মঞ্চের মুখপাত্র ওসমান হাদির মৃত্যুসংক্রান্ত ঘটনার পেছনে গত বৃহস্পতিবার রাতে রাজধানীর কারওয়ান বাজারে অবস্থিত প্রথম আলো ও ডেইলি স্টারের প্রধান কার্যালয়ে অগ্নিসংযোগ করে বিক্ষুব্ধ জনতা। কেন এবং কোন অপরাধের জন্য এই দুটি গণমাধ্যমের কার্যালয়ে আগুন দেওয়া হয়েছে, তা নিয়ে দ্য ডেইলি স্টারের সম্পাদক মাহফুজ আনাম প্রশ্ন তুলেছেন। তিনি অন্যান্য গণমাধ্যমকেও এই প্রশ্ন তুলতে আহ্বান জানান। রোববার (২১ ডিসেম্বর) বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের স্বদেশ প্রত্যাবর্তনের উৎসব উপলক্ষে রাজধানীর রেডিসন ব্লু হোটেলে আয়োজিত গণমাধ্যমের সঙ্গে মতবিনিময় সভায় এই প্রশ্ন উত্থাপন করেন মাহফুজ আনাম। তিনি বলেন, ‘বাংলাদেশের ৫৩ বছরের ইতিহাসে কখনো কোনও গণমাধ্যমের কার্যালয়ে অগ্নিসংযোগের ঘটনা ঘটেনি। প্রথমবারের মতো প্রথম আলো-ডেইলি স্টারের অফিসে আগুন লাগানো হলো। কেন? আমরা কি কোনও অপরাধ করেছিলাম?’ অপরাধের বিষয়ে— এই প্রশ্নটি প্রত্যেক গণমাধ্যমের কাছে তুলে ধরার আহ্বান জানিয়ে দ্য ডেইলি স্টার সম্পাদক বলেন, ‘তবে আমি ভবিষ্যতের দিকে তাকাতে চাই। রাজনৈতিক দলের জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হলো— সমালোচনামূলক মতপ্রকাশের স্বাধীনতা। মতপ্রকাশের স্বাধীনতা আছে, তবে আপনাকে যা বলবেন, তার সমালোচনাও করার স্বাধীনতা আছে।’ এ সময় বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমেদকে উদ্দেশ্য করে তিনি বলেন, ‘আপনি মিডিয়ার সঙ্গে খুবই বন্ধুত্বপূর্ণ, কারণ আপনি ক্ষমতার বাইরে। ক্ষমতায় গেলে আপনি কেমন হবেন, সেটা আমাদের দেখার অপেক্ষায়— আপনি কি একইভাবে উদার থাকবেন, একইরকমভাবে সমালোচনা গ্রহণ করবেন?’ এই সম্পাদক জানিয়েছেন, ৫৩ বছরের ইতিহাসে কোনো সরকারই সমালোচনামূলক সাংবাদিকতাকে গ্রহণ করেনি। এ সময় বিএনপি নেতাদের উদ্দেশ্যে তিনি বলেন, ‘আমি আশা করি— নতুন বাংলাদেশে আপনি সমালোচনামূলক সাংবাদিকতা গ্রহণ করবেন।’ তবে তারেক রহমানের নেতৃত্বে গঠিত বাংলাদেশে এই ধরনের সাংবাদিকতা থাকা অপরিহার্য বলে তিনি বিশ্বাস প্রকাশ করেন। তিনি আরও বলেন, নৈতিকতা হলো সাংবাদিকতার মূল ভিত্তি। যদি ভুল হয়, আমরা ক্ষমা চাইব। কিন্তু নির্বাচিত সরকার যেন গণতন্ত্রের পথে এগিয়ে যায়, সে জন্যই আমরা সমালোচনা করি।
প্রিন্ট






















