আইন উপদেষ্টা ড. আসিফ নজরুল উল্লেখ করেছেন, জুলাই মাসের গণঅভ্যুত্থানের পর সমস্ত প্রলোভন এড়িয়ে সৎ ও সাহসী হয়ে ওসমান হাদি ইনসাফ প্রতিষ্ঠার জন্য সচেষ্ট ছিলেন। তিনি নিজের স্বার্থের চেয়ে দেশের মানুষের কল্যাণকেই গুরুত্ব দিতেন, তাই শেষ বিদায়ের সময় মানুষের আহাজারি ও দোয়া ছিল অসাধারণ। রোববার (২১ ডিসেম্বর) দুপুরে নারায়ণগঞ্জের রূপগঞ্জে স্টেট ইউনিভার্সিটির সপ্তম সমাবর্তন অনুষ্ঠানে সভাপতির বক্তব্যে তিনি এসব কথা বলেন। এসময় তিনি দেশবাসীর কাছে ওসমান হাদির জন্য দোয়া চেয়ে বলেন, আল্লাহ তাকে জান্নাতের সর্বোচ্চ স্থান দান করবেন। তিনি বিশ্বাস করেন, হাদি পৃথিবীর এই ক্ষণস্থায়ী জীবনের চেয়ে অনেক উত্তম স্থান অর্জন করেছেন। আসিফ নজরুল আরও বলেন, হামলাকারীর তুলনায় দেশে সৃজনশীল মানুষের সংখ্যা বেশি। তরুণদের মধ্যে আত্মদানকারী ও দেশপ্রেমিকের সংখ্যা অনেক বেশি। এর আগে সমাবর্তন অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন ইউজিসি চেয়ারম্যান অধ্যাপক ড. এস এম এ ফায়েজ ও সদস্য প্রফেসর ড. মোহাম্মদ আনোয়ার হোসেন। অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন স্টেট ইউনিভার্সিটির উপাচার্য অধ্যাপক ড. মোহাম্মদ আক্তার হোসেন খান। এ সময় বিশ্ববিদ্যালয়ের শিক্ষক ও শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।