দেশের সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি সম্পর্কে সাধারণ মানুষকে অবহিত করতে রোববার (২১ ডিসেম্বর) সন্ধ্যা সাড়ে ৫টায় জরুরি সংবাদ সম্মেলনের আয়োজন করে স্বরাষ্ট্র মন্ত্রণালয়। সচিবালয়ে মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে এ সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়। এর আগে জানানো হয়েছিল, সংবাদ সম্মেলনে স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) মো. জাহাঙ্গীর আলম চৌধুরী উপস্থিত থেকে সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের জবাব দেবেন। স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জনসংযোগ কর্মকর্তা ফয়সল হাসান ব্রিফিংয়ের বিষয়টি নিশ্চিত করেছিলেন। তবে নির্ধারিত সংবাদ সম্মেলনে স্বরাষ্ট্র উপদেষ্টা নিজে উপস্থিত না থাকায় কিছুটা বিস্ময় দেখা যায়। তার পরিবর্তে, দেশের সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতির অগ্রগতি নিয়ে ব্রিফিং করেন ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) একজন উপ-পুলিশ কমিশনার (ডিসি) এবং বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)-এর উর্ধ্বতন কর্মকর্তারা। ব্রিফিংয়ে ‘ডেভিল হান্ট ফেজ-২’ অভিযানের অগ্রগতি, চলমান নিরাপত্তা ব্যবস্থা, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর তৎপরতা এবং সার্বিক পরিস্থিতি নিয়ন্ত্রণে সরকারের নেওয়া বিভিন্ন পদক্ষেপ তুলে ধরা হয়। কর্মকর্তারা জানান, রাজধানীসহ সারা দেশে অপরাধ দমনে অভিযান জোরদার করা হয়েছে এবং পরিস্থিতি আগের তুলনায় অনেকটাই স্বাভাবিক রয়েছে। এ সময় সাংবাদিকদের প্রশ্নের জবাবে আইনশৃঙ্খলা বাহিনীর উর্ধ্বতন কর্মকর্তারা বলেন, যেকোনো ধরনের বিশৃঙ্খলা মোকাবিলায় তারা সর্বোচ্চ সতর্ক অবস্থানে রয়েছেন এবং সাধারণ মানুষের নিরাপত্তা নিশ্চিত করাই তাদের প্রধান লক্ষ্য।