ইনকিলাব মঞ্চের আহ্বায়ক শরিফ ওসমান হাদিকে হত্যার ঘটনায় দায়ের করা মামলার মূল আসামি ফয়সাল করিম মাসুদ ওরফে দাউদ খান ওরফে শুটার ফয়সালের দেশত্যাগে নিষেধাজ্ঞা জারি করেছে আদালত। রোববার (২১ ডিসেম্বর) ঢাকার অতিরিক্ত চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আওলাদ হোসাইন মোহাম্মদ জুনায়েদ এই নির্দেশনা দেন। ডিএমপির প্রসিকিউশন বিভাগের উপ-কমিশনার (ডিসি) মিয়া মোহাম্মদ আশিস বিন হাছান গণমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি বলেন, তদন্ত কর্মকর্তার আবেদনের ভিত্তিতে আদালত আসামি ফয়সালের বিদেশে যাওয়া বন্ধের নির্দেশ দিয়েছেন। নির্দেশনাটি সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে প্রেরণ করা হয়েছে। আসামি দেশে থাকা অবস্থায় পালানোর আশঙ্কা থাকায় এ ব্যবস্থা নেওয়া হয়। আবেদনে বলা হয়, গোপন তথ্যের ভিত্তিতে এজাহারনামীয় পলাতক আসামি ফয়সাল করিম মাসুদ ওরফে রাহুল দাউদ (পাসপোর্ট নম্বর BN0411648) যে কোনো সময় বাংলাদেশ থেকে বিদেশে পালিয়ে যেতে পারেন। ফলে স্থল, জল ও আকাশপথে ইমিগ্রেশন সম্পন্ন করে তাকে আটক রাখতে আইনগত ব্যবস্থা নেওয়া জরুরি। উল্লেখ্য, ১২ ডিসেম্বর দুপুর আনুমানিক ২টা ২০ মিনিটে পল্টন থানাধীন বক্স কালভার্ট রোডে অটোরিকশায় থাকা হাদিকে লক্ষ্য করে গুলি চালায় মোটরসাইকেলে থাকা দুর্বৃত্তরা। এই ঘটনায় ১৪ ডিসেম্বর পল্টন থানায় ইনকিলাব মঞ্চের সদস্য সচিব আব্দুল্লাহ আল জাবের বাদী হয়ে হত্যা চেষ্টা মামলার জন্য অভিযোগ দায়ের করেন।