, সোমবার, ২২ ডিসেম্বর ২০২৫, ৭ পৌষ ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
Logo নির্বাচনে আস্থার পরিবেশ তৈরিতে মাঠে নামছে যৌথবাহিনী: ইসি সানাউল্লাহ Logo লক্ষ্মীপুরে বিএনপি নেতার ঘরে আগুনে নিহত শিশুর পরিবারের পাশে তারেক রহমান Logo দক্ষিণ আফ্রিকায় ট্যাভার্নে গুলিতে নিহত ৯ Logo পশ্চিম তীরে আরও ১৯ অবৈধ বসতির অনুমোদন দিল ইসরায়েল Logo চূড়ান্ত নোটিশের পরও খেলাপি ঋণ পরিশোধ করেনি মান্নার প্রতিষ্ঠান Logo সব রেকর্ড ভেঙে ইতিহাসের সর্বোচ্চ দামে সোনা Logo ভবিষ্যতে শিক্ষার ওপর ভ্যাট বসাবে না বিএনপি: ড. মাহদি আমিন Logo কাল ইনকিলাব মঞ্চের ব্রিফিং, আসতে পারে কঠোর কর্মসূচির ঘোষণা Logo ওসমান হাদি হত্যাকাণ্ড: শুটার ফয়সালের দেশত্যাগে নিষেধাজ্ঞা Logo বেনাপোল বন্দর দিয়ে তিন দিনে ২১০ মেট্রিক টন পেঁয়াজ আমদানি
নোটিশ :
সংবাদের বিষয়ে কিছু জানাতে ইমেইল করুন [email protected] ঠিকানায়

কাল ইনকিলাব মঞ্চের ব্রিফিং, আসতে পারে কঠোর কর্মসূচির ঘোষণা

নিউজ ডেস্ক
  • আপডেট সময় ৩ ঘন্টা আগে
  • / ২ বার পড়া হয়েছে

মুখপাত্র শরিফ ওসমান হাদির হত্যাকাণ্ডের বিচার দাবির প্রথম ও দ্বিতীয় প্রস্তাব কেউ মানেনি বলে জানিয়েছে ইনকিলাব মঞ্চ। এর প্রতিবাদে আগামী সোমবার (২২ ডিসেম্বর) এক সংবাদ সম্মেলন ডেকেছে সংগঠনটি। সেই সংবাদ সম্মেলন থেকে কঠোর কর্মসূচির ঘোষণা আসার সম্ভাবনা রয়েছে। রোববার (২১ ডিসেম্বর) রাত ৯টায় সংগঠনের ফেসবুক পেজে এক বিবৃতিতে এ তথ্য জানানো হয়। এতে বলা হয়, দশ লাখের বেশি মানুষের উপস্থিতি ও উচ্চকিত সমর্থনে ঘোষিত ইনকিলাব মঞ্চের দুই দাবির একটিও কার্যকর হয়নি। স্বরাষ্ট্র উপদেষ্টা ও প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী তাদের বক্তব্যে অংশ নেননি। সিভিল-মিলিটারি গোয়েন্দা সংস্থার ওপর প্রধান উপদেষ্টার সমগ্র কর্তৃত্ব স্থাপন করা হলেও শেখ হাসিনার চরদের গ্রেপ্তার করা হয়নি। অতিরিক্ত আইজিপিকে দিয়ে সংবাদ সম্মেলন করে শহীদ হাদির হত্যাকাণ্ডকে তুচ্ছ ও অপ্রয়োজনীয় বলে দেখানো হয়েছে বলেও অভিযোগ করে ইনকিলাব মঞ্চ। এই পরিস্থিতিতে সংগঠনটি আগামী কর্মসূচি ও দাবির জন্য সংবাদ সম্মেলন আহ্বান করেছে। সেই পরিপ্রেক্ষিতে সোমবার (২২ ডিসেম্বর) দুপুর ২টায় রাজধানীর শাহবাগে শহীদ হাদি চত্বরে এই সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হবে। এর আগে আজ বিকালে সচিবালয়ে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সভাকক্ষে এক সংবাদ সম্মেলন করে স্বরাষ্ট্র মন্ত্রণালয়। তবে নির্ধারিত সময়ের মধ্যে স্বরাষ্ট্র উপদেষ্টা উপস্থিত থাকলেও তিনি আসেননি। তার বদলে পুলিশ অতিরিক্ত মহাপরিদর্শক (অপরাধ ও অপস), ঢাকা মেট্রোপলিটন পুলিশের একজন উপ-পুলিশ কমিশনার (ডিসি) ও বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) ঊর্ধ্বতন কর্মকর্তারা ব্রিফিং করেন। সংবাদ সম্মেলনে অতিরিক্ত আইজিপি জানায়, হাদির হত্যা মামলার প্রধান আসামি ফয়সাল করিম মাসুদের শেষ অবস্থান কোথায়, এ বিষয়ে কোনও তথ্য তাদের কাছে নেই। তবে তদন্তকারীরা সর্বোচ্চ চেষ্টা করছে এবং বিভিন্ন তথ্য সংগ্রহ করছে।


প্রিন্ট

নিউজটি শেয়ার করুন

কাল ইনকিলাব মঞ্চের ব্রিফিং, আসতে পারে কঠোর কর্মসূচির ঘোষণা

আপডেট সময় ৩ ঘন্টা আগে

মুখপাত্র শরিফ ওসমান হাদির হত্যাকাণ্ডের বিচার দাবির প্রথম ও দ্বিতীয় প্রস্তাব কেউ মানেনি বলে জানিয়েছে ইনকিলাব মঞ্চ। এর প্রতিবাদে আগামী সোমবার (২২ ডিসেম্বর) এক সংবাদ সম্মেলন ডেকেছে সংগঠনটি। সেই সংবাদ সম্মেলন থেকে কঠোর কর্মসূচির ঘোষণা আসার সম্ভাবনা রয়েছে। রোববার (২১ ডিসেম্বর) রাত ৯টায় সংগঠনের ফেসবুক পেজে এক বিবৃতিতে এ তথ্য জানানো হয়। এতে বলা হয়, দশ লাখের বেশি মানুষের উপস্থিতি ও উচ্চকিত সমর্থনে ঘোষিত ইনকিলাব মঞ্চের দুই দাবির একটিও কার্যকর হয়নি। স্বরাষ্ট্র উপদেষ্টা ও প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী তাদের বক্তব্যে অংশ নেননি। সিভিল-মিলিটারি গোয়েন্দা সংস্থার ওপর প্রধান উপদেষ্টার সমগ্র কর্তৃত্ব স্থাপন করা হলেও শেখ হাসিনার চরদের গ্রেপ্তার করা হয়নি। অতিরিক্ত আইজিপিকে দিয়ে সংবাদ সম্মেলন করে শহীদ হাদির হত্যাকাণ্ডকে তুচ্ছ ও অপ্রয়োজনীয় বলে দেখানো হয়েছে বলেও অভিযোগ করে ইনকিলাব মঞ্চ। এই পরিস্থিতিতে সংগঠনটি আগামী কর্মসূচি ও দাবির জন্য সংবাদ সম্মেলন আহ্বান করেছে। সেই পরিপ্রেক্ষিতে সোমবার (২২ ডিসেম্বর) দুপুর ২টায় রাজধানীর শাহবাগে শহীদ হাদি চত্বরে এই সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হবে। এর আগে আজ বিকালে সচিবালয়ে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সভাকক্ষে এক সংবাদ সম্মেলন করে স্বরাষ্ট্র মন্ত্রণালয়। তবে নির্ধারিত সময়ের মধ্যে স্বরাষ্ট্র উপদেষ্টা উপস্থিত থাকলেও তিনি আসেননি। তার বদলে পুলিশ অতিরিক্ত মহাপরিদর্শক (অপরাধ ও অপস), ঢাকা মেট্রোপলিটন পুলিশের একজন উপ-পুলিশ কমিশনার (ডিসি) ও বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) ঊর্ধ্বতন কর্মকর্তারা ব্রিফিং করেন। সংবাদ সম্মেলনে অতিরিক্ত আইজিপি জানায়, হাদির হত্যা মামলার প্রধান আসামি ফয়সাল করিম মাসুদের শেষ অবস্থান কোথায়, এ বিষয়ে কোনও তথ্য তাদের কাছে নেই। তবে তদন্তকারীরা সর্বোচ্চ চেষ্টা করছে এবং বিভিন্ন তথ্য সংগ্রহ করছে।


প্রিন্ট