ড্রোন হামলায় সুদানে ১০ জন নিহত
সালাহউদ্দিন আম্মারের আচরণ সন্ত্রাসী কর্মকাণ্ডের শামিল : রাবি ছাত্রদল
ব্রাহ্মণবাড়িয়ায় চুরির অপবাদে ফেরিওয়ালাকে পিটিয়ে হত্যা
ঝালকাঠির সাবেক মেয়র আফজাল হোসেন রানা কারাগারে
শ্রীপুরে ফিড কারখানায় ভ্রাম্যমাণ আদালতের অভিযান, ৫০ হাজার টাকা জরিমানা
শব্দদূষণ ঘটালে জরিমানা করবে পুলিশ
শিক্ষাপ্রতিষ্ঠান ও স্বাস্থ্যকেন্দ্রে মৌলিক পানি সেবার মান কমেছে: বিবিএস
গাজীপুরে দুই শতাধিক নারী-পুরুষের বিএনপিতে যোগদান
গুম কমিশন নিয়ে বিভ্রান্তিকর ও অসত্য তথ্য ছড়ানো হচ্ছে
আজ টিভিতে যে সব খেলা দেখবেন (২২ ডিসেম্বর ২০২৫
গুম কমিশন নিয়ে বিভ্রান্তিকর ও অসত্য তথ্য ছড়ানো হচ্ছে
- আপডেট সময় ৩ ঘন্টা আগে
- / ২ বার পড়া হয়েছে
সম্প্রতি বিভিন্ন সামাজিক যোগাযোগ মাধ্যম ও কিছু সংবাদ মাধ্যমে ‘গুম সংক্রান্ত তদন্ত কমিশন’ এর নাম ব্যবহার করে বিভ্রান্তিকর ও মিথ্যা তথ্য ছড়িয়ে দেওয়ার অভিযোগ উঠেছে। এসব তথ্য কমিশনের নজরে এসেছে এবং কর্তৃপক্ষ জানিয়েছে, এগুলো সম্পূর্ণ ভুয়া ও উদ্দেশ্যপ্রণোদিত। রোববার (২১ ডিসেম্বর) রাতে গুম সংক্রান্ত কমিশনের সচিব কুদরত-এ-ইলাহী এক বিবৃতিতে এই বিষয়ে অবহিত করেন। তিনি বলেন, নির্ধারিত সময়ের মধ্যে কমিশনের প্রতিবেদন দাখিলের জন্য নির্ধারিত সময়ে ইচ্ছাকৃতভাবে বিভ্রান্তিকর তথ্য যুক্ত করে যে বক্তব্য প্রচার করা হচ্ছে, তার মূল লক্ষ্য হলো কমিশনের কার্যক্রমে বাধা সৃষ্টি বা প্রভাব ফেলা। বিবৃতিতে উল্লেখ করা হয়, কমিশনের বিভিন্ন জিজ্ঞাসাবাদে খন্দকার রাকিব নামে কোনো ব্যক্তির উপস্থিতির দাবি সম্পূর্ণ ভিত্তিহীন ও মিথ্যা। উক্ত ব্যক্তি কখনো গুম সংক্রান্ত কমিশনে কোনো পদে ছিলেন না এবং তার উপস্থিতি কোনো জিজ্ঞাসাবাদ কার্যক্রমেও ছিল না। কমিশনের মতে, এ ধরনের স্পষ্ট ও উদ্দেশ্যপ্রণোদিত বক্তব্যের মাধ্যমে একটি বিশেষ মহল কমিশনের নিরপেক্ষতা ও বিশ্বাসযোগ্যতা ক্ষুণ্ণ করার অপচেষ্টা চালাচ্ছে। বিবৃতিতে বলা হয়, গুম হওয়া ব্যক্তিদের ও তাদের পরিবারের দীর্ঘ সময় ধরে অপেক্ষা ও ন্যায়ের প্রত্যাশার প্রতি সর্বোচ্চ সম্মান দেখিয়ে কমিশন তার দায়িত্ব সততা ও নিরপেক্ষতা দিয়ে পালন করে যাচ্ছে। এ ক্ষেত্রে দেশপ্রেমিক সকল নাগরিকের সহযোগিতা অত্যন্ত জরুরি বলে উল্লেখ করা হয়। এ ছাড়াও দেশবাসীকে বিভ্রান্তিকর, উদ্দেশ্যপ্রণোদিত ও উস্কানিমূলক তথ্য থেকে সতর্ক থাকার অনুরোধ জানানো হয় গুম সংক্রান্ত তদন্ত কমিশনের পক্ষ থেকে।
প্রিন্ট
























