সম্প্রতি খুলনা বিভাগীয় নাগরিক পার্টির (এনসিপি) প্রধান এবং শ্রমিক সংগঠক মোতালেব শিকদারের উপর গুলির ঘটনা ঘটেছে। তাকে গুরুতর আহত অবস্থায় খুলনা মেডিকেলে ভর্তি করা হয়েছে বলে জানা গেছে। সোমবার (২২ ডিসেম্বর) সামাজিক যোগাযোগ মাধ্যমে এক পোস্টে এ তথ্য প্রকাশ করেছেন এনসিপির যুগ্ম মুখপাত্র ডা. মাহমুদা মিতু। ওই পোস্টে তিনি উল্লেখ করেন, এনসিপির খুলনা বিভাগীয় প্রধান ও শ্রমিক শক্তির কেন্দ্রীয় সংগঠক মোতালেব শিকদারকে কিছুক্ষণ আগে লক্ষ্য করে গুলি চালানো হয়। তাকে আশঙ্কাজনক অবস্থায় খুলনা মেডিকেলে স্থানান্তরিত করা হয়েছে।