খালেদা জিয়া ও তারেক রহমানকে নিয়ে সুখবর দিলেন তথ্য উপদেষ্টা
ব্রাহ্মণবাড়িয়ায় সাবেক ইউপি সদস্যের গলাকাটা মরদেহ উদ্ধার
শ্রীলঙ্কায় ভয়াবহ বন্যায় মৃতের সংখ্যা অন্তত ১৯৩
ইসরায়েলি প্রেসিডেন্টের কাছে ক্ষমা চাইলেন নেতানিয়াহু
হাসপাতালে খালেদা জিয়াকে দেখতে গেলেন তামিম ইকবাল
নোয়াখালীতে খালেদা জিয়ার সুস্থতা কামনায় কোরআন খতম ও দোয়া
মসজিদে বিয়ে ও সমালোচনা নিয়ে মুখ খুললেন শবনম ফারিয়া
দেশে বাড়লো সব ধরনের জ্বালানি তেলের দাম
ইসরায়েলি হামলার গাজায় নিহত ৭০ হাজারের বেশি
খাদ্য অধিদপ্তরের পরীক্ষার প্রশ্নপত্র ফাঁস
মুক্তিযুদ্ধের কিংবদন্তি সেক্টর কমান্ডার কে এম সফিউল্লাহ আর নেই
- আপডেট সময় ১২:৫২ অপরাহ্ন, রবিবার, ২৬ জানুয়ারী ২০২৫
- / ১৮২ বার পড়া হয়েছে
জাতির শ্রদ্ধার প্রতীক, মুক্তিযুদ্ধের কিংবদন্তি সেক্টর কমান্ডার ও “এস ফোর্স”-এর প্রধান, অবসরপ্রাপ্ত মেজর জেনারেল কে এম সফিউল্লাহ আর নেই। রোববার (২৬ জানুয়ারি) সকাল ৮টায় ঢাকার সম্মিলিত সামরিক হাসপাতালে (সিএমএইচ) চিকিৎসাধীন অবস্থায় তিনি মৃত্যুবরণ করেন। তার বয়স হয়েছিল ৯১ বছর।
পরিবার সূত্রে জানা যায়, বাদ জোহর নারায়ণগঞ্জের রূপগঞ্জে কাজী আবদুল হামিদ উচ্চ বিদ্যালয়ে তার প্রথম জানাজা অনুষ্ঠিত হবে। এরপর বাদ আসর ঢাকার সেনানিবাসের কেন্দ্রীয় মসজিদে দ্বিতীয় জানাজার পর তাকে বনানী সামরিক কবরস্থানে দাফন করা হবে। কে এম সফিউল্লাহ দীর্ঘদিন ধরে ডায়াবেটিস, হাইপারটেনশন, ফ্যাটি লিভার ও ডিমেনশিয়াসহ বিভিন্ন জটিল রোগে ভুগছিলেন।
১৯৭১ সালের ঐতিহাসিক সময়ে জয়দেবপুরের দ্বিতীয় ইস্টবেঙ্গল রেজিমেন্টের নেতৃত্ব দিয়ে মুক্তিযুদ্ধের সূচনা করেছিলেন তিনি। পরবর্তীতে এস ফোর্সের কমান্ডার হিসেবে যুদ্ধক্ষেত্রে তার সাহসিকতা এবং কৌশলিক নেতৃত্ব তাকে জাতির ইতিহাসে কিংবদন্তি হিসেবে স্থান দিয়েছে। তার এই অসামান্য অবদানের জন্য তিনি “বীর উত্তম” খেতাবে ভূষিত হন।
স্বাধীনতা-পরবর্তী সময়ে তিনি বাংলাদেশ সেনাবাহিনীর প্রধান হিসেবে দায়িত্ব পালন করেন। এছাড়াও মালয়েশিয়া, কানাডা, সুইডেন এবং যুক্তরাজ্যে রাষ্ট্রদূত হিসেবে বাংলাদেশের প্রতিনিধিত্ব করেন। ২০০৭ সালে মুক্তিযুদ্ধের সেক্টর কমান্ডারদের ঐক্যবদ্ধ করতে গঠিত সেক্টর কমান্ডার্স ফোরামের তিনি চেয়ারম্যান ছিলেন। তার নেতৃত্ব মুক্তিযুদ্ধের চেতনা সংরক্ষণে নতুন প্রেরণা যোগায়।
প্রিন্ট












