









ঢাবি হলে ছাত্রলীগের রাজনীতিতে বাধ্যতামূলক অংশগ্রহণ: সারজিস

- আপডেট সময় ০৩:৩১ অপরাহ্ন, রবিবার, ২৬ জানুয়ারী ২০২৫
- / ৫৫ বার পড়া হয়েছে
ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) হলে বাধ্যতামূলকভাবে ছাত্রলীগের রাজনীতিতে অংশ নিতে হয়েছে বলে অভিযোগ করেছেন জাতীয় নাগরিক কমিটির মুখ্য সংগঠক সারজিস আলম। শনিবার (২৫ জানুয়ারি) রাতে পঞ্চগড় স্টেডিয়ামে জেলা বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন আয়োজিত ‘কনসার্ট ফর ইয়ুথ’ শীর্ষক অনুষ্ঠানে তিনি এ মন্তব্য করেন।
সারজিস আলম বলেন, “ঢাকা বিশ্ববিদ্যালয়ের হলে থাকার জন্য ছাত্রলীগের রাজনীতিতে বাধ্যতামূলকভাবে জড়ানো হতো। তবে অনেকেই সাহস করে সেই শৃঙ্খল ভেঙে নতুন ধারার আন্দোলন শুরু করেছে।” তিনি আরও উল্লেখ করেন, “১ থেকে ১৫ জুলাইয়ের দিনগুলোতে আমরা শাহবাগে বুক চিতিয়ে দাঁড়িয়েছিলাম। আমার সহযোদ্ধারা ছাত্রলীগ নেতাদের নির্দেশনা প্রত্যাখ্যান করে নিজেদের ব্যানার নিয়ে আন্দোলনে যোগ দিয়েছিল।”
সারজিস অনুষ্ঠানে সূর্যসেন হলের সাবেক ছাত্রনেতা জিমকে পরিচয় করিয়ে দিয়ে বলেন, “জিমই প্রথম ব্যক্তি, যিনি হলের পোস্টেড নেতা হওয়া সত্ত্বেও ছাত্রলীগ থেকে পদত্যাগ করেছিলেন। তার পদক্ষেপের পরেই পদত্যাগের ঢল নামে।” তরুণ প্রজন্মের প্রতি আহ্বান জানিয়ে সারজিস বলেন, “ভুল-ত্রুটি থেকে শিক্ষা নিয়ে নতুন বাংলাদেশ গড়ার লক্ষ্যে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে। অতীতের সীমাবদ্ধতা কাটিয়ে তরুণ প্রজন্মই দেশকে এগিয়ে নিয়ে যাবে।”
প্রিন্ট