, বৃহস্পতিবার, ১৩ মার্চ ২০২৫, ২৯ ফাল্গুন ১৪৩১ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
Logo নওগাঁর মহাদেবপুরে শিশু শিক্ষার্থী নাতনিকে ধর্ষণ চেষ্টার অভিযোগে দাদা গ্রেফতার Logo শেখ হাসিনাকে দেশ ছাড়া করতে ৩৬ দিন লেগেছে আপনাদের সরাতে ৩৬ মিনিট ও লাগবেনা – মানববন্ধনে বক্তারা Logo নওগাঁর মান্দায় অভিনব কায়দায় কিশোরকে অপহরণের চেষ্টা, আটক ২ Logo নওগাঁয় বিদ্যুতের কাজ করতে গিয়ে ৩ তলা থেকে পড়ে এক মিস্ত্রির মৃত্যু Logo নওগাঁয় ধর্ষন ও আইন শৃঙ্খলার অবনতির বিরুদ্ধে শিক্ষাথীদের মানববন্ধন Logo নওগাঁয় মেডিকেল শিক্ষার্থীদের বিক্ষোভ মিছিল ও সমাবেশ Logo নওগাঁয় মধ্যরাতে রাস্তায় গাছ ফেলে ডাকাতি Logo সালাহউদ্দিন ছাড়া সকল উপদেষ্টা অপদার্থ- মিনু Logo নওগাঁয় জামায়াতে ইসলামীর বিক্ষোভ সমাবেশ Logo সৌদি, ওমান ও কাতার যেতে আগ্রহীদের জন্য সুখবর
নোটিশ :
সংবাদের বিষয়ে কিছু জানাতে ইমেইল করুন [email protected] ঠিকানায়

পদত্যাগের পথে উপদেষ্টা নাহিদ-আসিফ

নিউজ ডেস্ক
  • আপডেট সময় ০১:৪৫ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৩০ জানুয়ারী ২০২৫
  • / ৫৩ বার পড়া হয়েছে

অন্তর্বর্তীকালীন সরকারের গুরুত্বপূর্ণ দুই উপদেষ্টা—তথ্য উপদেষ্টা নাহিদ ইসলাম এবং যুব ও ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ—শিগগিরই পদত্যাগ করতে যাচ্ছেন। নতুন রাজনৈতিক দলের ঘোষণা আসন্ন, যার নেতৃত্বে থাকবেন তারা।

বৃহস্পতিবার (৩০ জানুয়ারি) প্রকাশিত এক প্রতিবেদনে আমার দেশ জানায়, জুলাই বিপ্লবের নেতৃত্বদানকারী ছাত্র ও জনতার নতুন রাজনৈতিক দল আত্মপ্রকাশের প্রস্তুতি নিচ্ছে। দল ঘোষণার আগে ১৫ ফেব্রুয়ারির মধ্যে নাহিদ ইসলাম ও আসিফ মাহমুদ পদত্যাগ করবেন। এছাড়া, সরকারের আরেক উপদেষ্টা মাহফুজ আলম আগামী জুনে পদত্যাগ করতে পারেন বলে গুঞ্জন রয়েছে।

বিশ্বস্ত সূত্র জানায়, ছাত্র-জনতার নতুন দল প্রথমে আহ্বায়ক কমিটি গঠন করবে, যেখানে সদস্যসচিব হতে যাচ্ছেন নাহিদ ইসলাম। ইতোমধ্যে নতুন দলের গঠনতন্ত্র তৈরির কাজ চলছে। ছাত্র নেতৃত্বে নতুন রাজনৈতিক দল গঠনের খবর ছড়িয়ে পড়ার পর বিষয়টি নিয়ে রাজনৈতিক মহলে আলোচনা শুরু হয়েছে। বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর এ প্রসঙ্গে বলেন, “ছাত্রদের প্রতিনিধি সরকারে রেখে তাদের নেতৃত্বে রাজনৈতিক দল গঠন করা হলে তা কোনোভাবেই গ্রহণযোগ্য হবে না।”

এদিকে, এ বিষয়ে গণমাধ্যমকে দেওয়া এক বিবৃতিতে নাহিদ ইসলাম বলেন, “আমি যদি কোনো রাজনৈতিক দলে যোগ দিই, তবে সরকার থেকে পদত্যাগ করব।” জাতীয় নাগরিক কমিটির কেন্দ্রীয় যুগ্ম আহ্বায়ক আরিফুল ইসলাম আদীব বলেছেন, “জুলাই বিপ্লবের শহীদ ও আহতদের আকাঙ্ক্ষা হচ্ছে—যারা আন্দোলনে নেতৃত্ব দিয়েছেন, তারা নতুন রাজনৈতিক উদ্যোগ নেবেন। তাই সরকারে থাকা ছাত্রপ্রতিনিধিদের প্রতি আহ্বান থাকবে, তারা যেন জনগণের প্রত্যাশার প্রতি সাড়া দেন।”

তিনি আরও বলেন, “বাংলাদেশের ছাত্র, জনতা, কৃষক ও শ্রমিকরা অধীর আগ্রহে নতুন রাজনৈতিক শক্তির উত্থানের অপেক্ষায় রয়েছে। তারা চায়, যেভাবে স্বৈরাচারী শাসকের পতন ঘটানো হয়েছে, তেমনি একটি কল্যাণমূলক রাষ্ট্র গঠনের জন্য ঐক্যবদ্ধ নেতৃত্ব আসুক।” জানা গেছে, নতুন দল গঠনের জন্য ১৭ সদস্যের একটি কমিটি কাজ করছে। আগামী ১৫ ফেব্রুয়ারির মধ্যে দল ঘোষণা এবং ২৪ দফার ইশতেহার প্রকাশের পরিকল্পনা নেওয়া হয়েছে।


প্রিন্ট

নিউজটি শেয়ার করুন

পদত্যাগের পথে উপদেষ্টা নাহিদ-আসিফ

আপডেট সময় ০১:৪৫ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৩০ জানুয়ারী ২০২৫

অন্তর্বর্তীকালীন সরকারের গুরুত্বপূর্ণ দুই উপদেষ্টা—তথ্য উপদেষ্টা নাহিদ ইসলাম এবং যুব ও ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ—শিগগিরই পদত্যাগ করতে যাচ্ছেন। নতুন রাজনৈতিক দলের ঘোষণা আসন্ন, যার নেতৃত্বে থাকবেন তারা।

বৃহস্পতিবার (৩০ জানুয়ারি) প্রকাশিত এক প্রতিবেদনে আমার দেশ জানায়, জুলাই বিপ্লবের নেতৃত্বদানকারী ছাত্র ও জনতার নতুন রাজনৈতিক দল আত্মপ্রকাশের প্রস্তুতি নিচ্ছে। দল ঘোষণার আগে ১৫ ফেব্রুয়ারির মধ্যে নাহিদ ইসলাম ও আসিফ মাহমুদ পদত্যাগ করবেন। এছাড়া, সরকারের আরেক উপদেষ্টা মাহফুজ আলম আগামী জুনে পদত্যাগ করতে পারেন বলে গুঞ্জন রয়েছে।

বিশ্বস্ত সূত্র জানায়, ছাত্র-জনতার নতুন দল প্রথমে আহ্বায়ক কমিটি গঠন করবে, যেখানে সদস্যসচিব হতে যাচ্ছেন নাহিদ ইসলাম। ইতোমধ্যে নতুন দলের গঠনতন্ত্র তৈরির কাজ চলছে। ছাত্র নেতৃত্বে নতুন রাজনৈতিক দল গঠনের খবর ছড়িয়ে পড়ার পর বিষয়টি নিয়ে রাজনৈতিক মহলে আলোচনা শুরু হয়েছে। বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর এ প্রসঙ্গে বলেন, “ছাত্রদের প্রতিনিধি সরকারে রেখে তাদের নেতৃত্বে রাজনৈতিক দল গঠন করা হলে তা কোনোভাবেই গ্রহণযোগ্য হবে না।”

এদিকে, এ বিষয়ে গণমাধ্যমকে দেওয়া এক বিবৃতিতে নাহিদ ইসলাম বলেন, “আমি যদি কোনো রাজনৈতিক দলে যোগ দিই, তবে সরকার থেকে পদত্যাগ করব।” জাতীয় নাগরিক কমিটির কেন্দ্রীয় যুগ্ম আহ্বায়ক আরিফুল ইসলাম আদীব বলেছেন, “জুলাই বিপ্লবের শহীদ ও আহতদের আকাঙ্ক্ষা হচ্ছে—যারা আন্দোলনে নেতৃত্ব দিয়েছেন, তারা নতুন রাজনৈতিক উদ্যোগ নেবেন। তাই সরকারে থাকা ছাত্রপ্রতিনিধিদের প্রতি আহ্বান থাকবে, তারা যেন জনগণের প্রত্যাশার প্রতি সাড়া দেন।”

তিনি আরও বলেন, “বাংলাদেশের ছাত্র, জনতা, কৃষক ও শ্রমিকরা অধীর আগ্রহে নতুন রাজনৈতিক শক্তির উত্থানের অপেক্ষায় রয়েছে। তারা চায়, যেভাবে স্বৈরাচারী শাসকের পতন ঘটানো হয়েছে, তেমনি একটি কল্যাণমূলক রাষ্ট্র গঠনের জন্য ঐক্যবদ্ধ নেতৃত্ব আসুক।” জানা গেছে, নতুন দল গঠনের জন্য ১৭ সদস্যের একটি কমিটি কাজ করছে। আগামী ১৫ ফেব্রুয়ারির মধ্যে দল ঘোষণা এবং ২৪ দফার ইশতেহার প্রকাশের পরিকল্পনা নেওয়া হয়েছে।


প্রিন্ট