মহান স্বাধীনতা দিবসের প্রেক্ষিতে BNP দুটি দিনের কর্মসূচি ঘোষণা করেছে। সোমবার (২৪ মার্চ) এক জরুরি সংবাদ সম্মেলনে এই তথ্য প্রকাশ করেন দলের সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। পরে একটি সংবাদ বিজ্ঞপ্তি মাধ্যমে বিষয়টি নিশ্চিত করা হয়। বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে, আগামীকাল মঙ্গলবার (২৫ মার্চ) সকাল ১১টায় রমনার ইঞ্জিনিয়ারিং ইন্সটিটিউট মিলনায়তনে একটি আলোচনা সভা অনুষ্ঠিত হবে। এছাড়া, বুধবার (২৬ মার্চ) ভোর ৬টায় BNP এর কেন্দ্রীয় কার্যালয়সহ দেশের সমস্ত দলীয় কার্যালয়ে জাতীয় ও দলীয় পতাকা উত্তোলন করা হবে। ওই দিন সকাল ৮টায় বিএনপি চেয়ারপারসনের গুলশান অফিস থেকে জাতীয় স্মৃতিসৌধের উদ্দেশে যাত্রা করবে দলটি এবং সকাল সাড়ে ৮টায় স্মৃতিসৌধে শ্রদ্ধা জানাবে বিএনপির সিনিয়র নেতৃবৃন্দ ও সমর্থকরা। এরপর দলটি প্রতিষ্ঠাতা জিয়াউর রহমানের কবরেও ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করবে।