









রিজভী: দেশের মানুষ স্বাধীনতা নিয়ে কোনো ধরনের খেলা সহ্য করবে না

- আপডেট সময় ০১:০৯ অপরাহ্ন, সোমবার, ২৪ মার্চ ২০২৫
- / ৯ বার পড়া হয়েছে
বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী মন্তব্য করেছেন যে, স্বাধীনতা নিয়ে কেউ ছিনিমিনি করলে দেশের জনগণ তা কখনো মেনে নেবে না। তিনি উল্লেখ করেছেন যে, দীর্ঘ সময়ের স্বাধিকার সংগ্রামের পর কঠোর মুক্তিযুদ্ধের মাধ্যমে স্বাধীনতা অর্জিত হয়েছে। জিয়াউর রহমান এই জাতিকে স্বাধীনতার পথ দেখিয়েছেন। তিনি বলেন, এই স্বাধীনতা বহু ত্যাগের মাধ্যমে এসেছে। সোমবার (২৪ মার্চ) এক অনুষ্ঠানে সাংবাদিকদের প্রশ্নের জবাবে রিজভী বলেন, স্বাধীনতার পর শেখ মুজিব নেতৃত্বে লুটপাট ও দুঃশাসন শুরু হয়েছিল। যখন মানুষ ওই পরিস্থিতিতে কষ্ট পাচ্ছিল, তখন তিনি নিজের সন্তানদের সোনার মুকুটে বিয়ে দিয়েছেন। বিএনপির গণতন্ত্র ফিরিয়ে আনার জন্য দেয়া ত্যাগ ইতিহাসে দৃষ্টিগোচর। রিজভী আরও বলেন, শেখ হাসিনা বন্দুক এবং আইনের সাহায্যে ইতিহাস পরিবর্তনের চেষ্টা করেছেন, কিন্তু সফল হয়নি। তিনি উল্লেখ করেছেন যে, বাংলাদেশে স্বৈরাচার আসতে পারে, কিন্তু দীর্ঘস্থায়ীভাবে টিকতে পারে না। ছাত্রদের আন্দোলনের নেতা হিসেবে তারেক রহমানের অবদান গুরুত্ব সহকারে উল্লেখযোগ্য। তিনি বর্তমান সরকারের প্রতি হুঁশিয়ারি দেন যাতে পূর্ববর্তী সরকার যে উদাসীনতা দেখিয়েছে, তা যেন পুনরাবৃত্তি না হয়। এ সময় তিনি চালের দাম নিয়ন্ত্রণে পদক্ষেপ নিতে সরকারের প্রতি আহ্বান জানান। রিজভী বলেন, ডিএমপি কমিশনারের ঈদে বাড়ি যাওয়ার নিরাপত্তার আহ্বান জনগণের মধ্যে আরও উদ্বেগ সৃষ্টি করেছে। মানুষের নিরাপত্তা নিশ্চিত করতে কমিশনারকে কার্যকরী পদক্ষেপ গ্রহণ করতে হবে। সড়ক-মহাসড়কের যথাযথ রক্ষণাবেক্ষণ না হলে জনগণের আস্থা ক্ষুণ্ন হবে। তিনি আরও যোগ করেন, পরাজিত ফ্যাসিবাদের সহযোগীরা প্রধান উপদেষ্টার সফর নিয়ে পরিকল্পনা করছে এবং জনগণের নিরাপত্তা নিশ্চিত না করে পুলিশ ক্লাবে বিগত সরকারের আনুগত পুলিশ সদস্যদের বৈঠককে বিপজ্জনক বলে মন্তব্য করেন।
প্রিন্ট