









‘জনতার স্বপ্ন ও প্রত্যাশা সার্থক করতে একত্রে কাজ করার প্রয়োজন’

- আপডেট সময় ১০:০৫ অপরাহ্ন, রবিবার, ২৩ মার্চ ২০২৫
- / ১২ বার পড়া হয়েছে
দেশের মানুষের আশা-আকাঙ্ক্ষা পূরণের জন্য সকলের ঐক্যবদ্ধভাবে কাজ করা প্রয়োজন বলে মন্তব্য করেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। রবিবার (২৩ মার্চ) রাজধানীর পুরানা পল্টনের একটি রেস্টুরেন্টে জাতীয়তাবাদী সমমনা জোটের ইফতার মাহফিলে ভার্চুয়ালি যুক্ত হয়ে প্রধান অতিথি হিসেবে তিনি এই কথা জানান। তারেক রহমান বলেন, জুলাই মাসের গণঅভ্যুত্থানে জনগণের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণের ফলে দেশ মাফিয়ামুক্ত হয়েছে। তিনি আরো বলেন, আমাদের রাজনৈতিক কার্যক্রমের কেন্দ্রে জনগণকে রাখা উচিত এবং তাদের প্রত্যাশার প্রতি গুরুত্ব দিতে হবে।
তিনি অভিযোগ করেন যে, আওয়ামী লীগ বিভিন্নভাবে দেশকে ধ্বংস করেছে, একদলীয় বাকশাল প্রতিষ্ঠাসহ। গত সাড়ে ১৫ বছরে ফ্যাসিস্ট সরকার দেশের সাংবিধানিক কাঠামো ধ্বংস করেছে, বিশেষ করে নির্বাচনী কাঠামো। এ সব কাঠামো মেরামত না হলে দেশের উন্নয়ন সম্ভব নয়। বিএনপির নেতা উল্লেখ করেন যে, বিএনপি প্রথমবারের মতো বাংলাদেশের সংস্কার প্রস্তাব দিয়েছে। সংকটকালীন অবস্থায় তারা পলাতক স্বৈরাচারের বিরুদ্ধে রাজপথে ছিল এবং ২৭ দফা, পরে ৩১ দফা রূপরেখা দিয়েছে, যা জনগণের কল্যাণে উন্মুখ। আগামী কর্মসূচিগুলো জনগণের স্বার্থকে গুরুত্ব দিয়ে পরিকল্পিত হবে।
এ সময় জোটের সমন্বয়ক ও এনপিপির চেয়ারম্যান ড. ফরিদুজ্জামান ফরহাদের সভাপতিত্বে এবং মহাসচিব মোস্তাফিজুর রহমান মোস্তফার সঞ্চালনায় বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস, ভাইস চেয়ারম্যান অ্যাডভোকেট নিতাই রায় চৌধুরী, বাংলাদেশ জাতীয় দলের সভাপতি সৈয়দ এহসানুল হুদা, লেবার পার্টির চেয়ারম্যান ডা. মোস্তাফিজুর রহমান ইরানসহ আরও কয়েকজন বক্তব্য রাখেন।
প্রিন্ট