অন্তবর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস মঙ্গলবার (২৫ মার্চ) সন্ধ্যায় জাতির উদ্দেশ্যে ভাষণ প্রদান করেন। তার বক্তব্যে শহীদ জিয়ার নাম উল্লেখ করা হয়নি। নির্বাচন সংক্রান্ত রোডম্যাপ প্রকাশ না করায় বিএনপি হতাশা প্রকাশ করেছে, যা দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর জানিয়েছেন। তিনি বলেন, বুধবার (২৬ মার্চ) সকালে মহান স্বাধীনতা দিবস উপলক্ষে বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমানের মাজারে শ্রদ্ধা নিবেদন শেষে সাংবাদিকদের কাছে এই তথ্য জানান। মির্জা ফখরুল বলেন, প্রধান উপদেষ্টার ভাষণে স্বাধীনতার ঘোষক বীর উত্তম জিয়াউর রহমানের নাম উল্লেখ না করায় তারা হতাশ। এছাড়া ভাষণে নির্বাচনের রোডম্যাপের কথা না বলার বিষয়ে তিনি উদ্বেগ প্রকাশ করেন। তিনি আরো বলেন, আওয়ামী লীগ ইতিহাস বিকৃত করেছে, আমাদের প্রত্যাশা সেই ভুল ইতিহাস পুনরায় বিকৃত হবে না। সত্য ইতিহাস উন্মোচন করে একটি গণতান্ত্রিক সরকার প্রতিষ্ঠার মাধ্যমে সমস্যার সমাধান সম্ভব বলেও তাদের বিশ্বাস।