, বৃহস্পতিবার, ৩১ জুলাই ২০২৫, ১৫ শ্রাবণ ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
Logo আলুর ন্যায্য মূল্যের দাবিতে সড়কে আলু ফেলে কৃষকদের মানববন্ধন Logo জুলাই পুনর্জাগরণ নওগাঁয় বিনা মূল্যে চিকিৎসাসেবা Logo নওগাঁর মান্দায় বস্তাবন্দি ব্যক্তিকে আশঙ্কাজনক অবস্থায় উদ্ধার ;তদন্ত শেষ হয়নি এখনও Logo নওগাঁ সাবেক এমপি ওয়হদুর রহমান ইন্তেকাল করেছেন Logo নওগাঁ পরিবেশ উন্নয়ন সংস্থা”র উদ্যোগে জুলাই অভ্যুত্থানে ৯ জন শহীদের স্মরণে বৃক্ষ রোপণ Logo নওগাঁয় নিজ বাড়ি থেকে স্বামী-স্ত্রীর মরদেহ উদ্ধার Logo নওগাঁয় দুর্যোগ ব্যবস্থাপনা বিষয়ক সভা অনুষ্ঠিত Logo নওগাঁয় ওএমএসের চাল ও আটা বিক্রি Logo নওগাঁ সদর উপজেলা বিএনপি সভাপতির গণসংবর্ধনা ও ফুটবল টুর্নামেন্ট অনুষ্ঠিত Logo জুলাই শহীদদের স্মরণে নওগাঁয় ‘৯ শহীদের, নামে  বৃক্ষ’ রোপণ
নোটিশ :
সংবাদের বিষয়ে কিছু জানাতে ইমেইল করুন [email protected] ঠিকানায়

নওগাঁর গ্রামীন জনপদের এলাকার কুজাইল বাজারে এনসিপির নেতারা; বন্ধুর বাড়িতে করলেন নাস্তা

নিউজ ডেস্ক
  • আপডেট সময় ০৩:৫৫ অপরাহ্ন, রবিবার, ৬ জুলাই ২০২৫
  • / ৬১ বার পড়া হয়েছে

নওগাঁর রাণীনগর উপজেলার গ্রামীন জনপদের  কুজাইল বাজারে আকস্মিকভাবে  সফর করলেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপির) কেন্দ্রীয় নেতারা। উদ্দেশ্য প্রচারণা ও বন্ধুর সাথে দেখা করা। রোববার ৬ জুলাই সকাল ৭ টার দিকে ওই বাজারে সফর করেন তারা। আর তাদেরকে পেয়ে খুশি হন অনেকেই।

এদিকে কুজাইল বাজারে সফরের বিষয়টি খোদ এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম নিজেই তার ভেরিফাইড ফেসবুক নাহিদ ইসলাম পেজ থেকে কিছু ছবি আপলোড করেন। সেখানে ক্যাপশন হিসেবে দেশ গড়তে জুলাই পদযাত্রা লিখে স্থান উল্লেখ করেন কুজাইল বাজার, রাণীনগর, নওগাঁ। সময় সকাল ৭ টা। খুব সকালে বসা ঐতিহ্যবাহী এই বাজার ঘুরে দেখেন জাতীয় নাগরিক পার্টির নেতাকর্মীরা। বাজারের ব্যবসায়ী, দোকানদারসহ আশেপাশের এলাকার সকল মানুষের সাথেও তারা এসময় কুশল বিনিময় করেন।

নওগাঁর কুজাইল বাজারের ধীরস্থির সকলের মধ্যমণি নাহিদ ইসলাম। বাজার ঘুরে দেখেন সকল বেলার হাটুরেদের খোঁজ খবর নেন এবং ষ্টলে বসে  সুস্বাদু এক কাপ রংচা পান করেন।

নাহিদ ইসলামের সাথে এলাকাবাসীর অন্তরঙ্গ আলোচনায় নতুন দিনের রাজনীতির প্রত্যাশা এবং স্থানীয় সমস্যাগুলো উঠে আসে। নাহিদ ইসলাম এলাকাবাসীর কাছ থেকে বেশ কিছু মূল্যবান পরামর্শ গ্রহণ করেন।

জানা যায়, দেশ গড়তে জুলাই পদযাত্রার অংশ হিসেবে তারা দেশের সকল জেলায় সফর করছেন। এরই প্রেক্ষিতে শনিবার ৫ জুলাই নওগাঁয় এসেছেন তারা। কিন্তু আজ কোন সিডিউল ছাড়াই হঠাৎ মফস্বলের এলাকার বাজারে তাদের আগমন। মূলত তাদের দলের প্রচারণা ও জনগণের কথা শুনতে এই সফর। এছাড়া কেন্দ্রীয় নেতা অনিক রায়ের বন্ধু সামিউল আলম তুষারের সাথে দেখা করাও তাদের একটা উদ্দেশ্য ছিল।

তুষারের বাসায় সকালের নাস্তা করেন তারা। এর আগে কুজাইল বাজার ঘুরে ঘুরে দেখেন তারা। এসময় উৎসুক জনতার ভীড় বেড়ে যায়। কেউ কেউ তাদের সাথে ছবি তুলতে পেরে চরম খুশি, আবার কেউ সেলফি তুলে সামাজিক যোগাযোগ মাধ্যমে আপলোড করেন।

কেন্দ্রীয় নেতা নাহিদ ইসলাম ও সারজিস আলম বাজারে উপস্থিত জনগণের মাঝে জুলাই আন্দোলনের বর্ণনা তুলে ধরেন এবং বিগত ফ্যাসিস্ট সরকারের আমল নামাসহ নানা অপরাধ ও অন্যায়ের বিবরণ তুলে ধরেন। সুযোগ বুঝে এলাকার জনগণও তাদের কাছে কুজাইল-আতাইকুলা ব্রিজসহ বিভিন্ন দাবি করে বসেন।

এসময় উপস্থিত ছিলেন, এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম, উত্তরাঞ্চলের মূখ্য সংগঠক সারজিস আলম, কেন্দ্রীয় নেতা মাহমুদা দোলা, অনিক রায় ও নওগাঁ জেলা শাখার প্রধান সমন্বয়কারী মুনিরা শারমিনসহ অন্যান্য নেতারা।

জানতে চাইলে সামিউল আলম তুষার বলেন, এনসিপির কেন্দ্রীয় নেতা অনিক রায় আমার পূর্ব পরিচিত। রাজনৈতিক ভাবে তার সাথে আমার খুব সখ্যতা আছে। গতকাল নওগাঁয় তার সাথে আমার কথা হয়। তারা খুব ব্যস্ত সময় পার করছেন। বন্ধু হিসেবে আমার বাড়িতে আসার জন্য বলেছিলাম। তাদের সিডিউল ছিল না। তারপরও হঠাৎ করে আমাদের বাজার ও বাড়িতে আসবে এটা কল্পনা করতে পারি নাই। তাও আবার নাহিদ ও সারজিস আলম ভাইসহ অনেক কেন্দ্রীয় নেতা।  পরে এনসিপি নেতৃবৃন্দ চাঁনবাবগজ্ঞের উদ্দ্যেশে নওগাঁ ত্যাগ করেন।


প্রিন্ট
ট্যাগস

নিউজটি শেয়ার করুন

নওগাঁর গ্রামীন জনপদের এলাকার কুজাইল বাজারে এনসিপির নেতারা; বন্ধুর বাড়িতে করলেন নাস্তা

আপডেট সময় ০৩:৫৫ অপরাহ্ন, রবিবার, ৬ জুলাই ২০২৫

নওগাঁর রাণীনগর উপজেলার গ্রামীন জনপদের  কুজাইল বাজারে আকস্মিকভাবে  সফর করলেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপির) কেন্দ্রীয় নেতারা। উদ্দেশ্য প্রচারণা ও বন্ধুর সাথে দেখা করা। রোববার ৬ জুলাই সকাল ৭ টার দিকে ওই বাজারে সফর করেন তারা। আর তাদেরকে পেয়ে খুশি হন অনেকেই।

এদিকে কুজাইল বাজারে সফরের বিষয়টি খোদ এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম নিজেই তার ভেরিফাইড ফেসবুক নাহিদ ইসলাম পেজ থেকে কিছু ছবি আপলোড করেন। সেখানে ক্যাপশন হিসেবে দেশ গড়তে জুলাই পদযাত্রা লিখে স্থান উল্লেখ করেন কুজাইল বাজার, রাণীনগর, নওগাঁ। সময় সকাল ৭ টা। খুব সকালে বসা ঐতিহ্যবাহী এই বাজার ঘুরে দেখেন জাতীয় নাগরিক পার্টির নেতাকর্মীরা। বাজারের ব্যবসায়ী, দোকানদারসহ আশেপাশের এলাকার সকল মানুষের সাথেও তারা এসময় কুশল বিনিময় করেন।

নওগাঁর কুজাইল বাজারের ধীরস্থির সকলের মধ্যমণি নাহিদ ইসলাম। বাজার ঘুরে দেখেন সকল বেলার হাটুরেদের খোঁজ খবর নেন এবং ষ্টলে বসে  সুস্বাদু এক কাপ রংচা পান করেন।

নাহিদ ইসলামের সাথে এলাকাবাসীর অন্তরঙ্গ আলোচনায় নতুন দিনের রাজনীতির প্রত্যাশা এবং স্থানীয় সমস্যাগুলো উঠে আসে। নাহিদ ইসলাম এলাকাবাসীর কাছ থেকে বেশ কিছু মূল্যবান পরামর্শ গ্রহণ করেন।

জানা যায়, দেশ গড়তে জুলাই পদযাত্রার অংশ হিসেবে তারা দেশের সকল জেলায় সফর করছেন। এরই প্রেক্ষিতে শনিবার ৫ জুলাই নওগাঁয় এসেছেন তারা। কিন্তু আজ কোন সিডিউল ছাড়াই হঠাৎ মফস্বলের এলাকার বাজারে তাদের আগমন। মূলত তাদের দলের প্রচারণা ও জনগণের কথা শুনতে এই সফর। এছাড়া কেন্দ্রীয় নেতা অনিক রায়ের বন্ধু সামিউল আলম তুষারের সাথে দেখা করাও তাদের একটা উদ্দেশ্য ছিল।

তুষারের বাসায় সকালের নাস্তা করেন তারা। এর আগে কুজাইল বাজার ঘুরে ঘুরে দেখেন তারা। এসময় উৎসুক জনতার ভীড় বেড়ে যায়। কেউ কেউ তাদের সাথে ছবি তুলতে পেরে চরম খুশি, আবার কেউ সেলফি তুলে সামাজিক যোগাযোগ মাধ্যমে আপলোড করেন।

কেন্দ্রীয় নেতা নাহিদ ইসলাম ও সারজিস আলম বাজারে উপস্থিত জনগণের মাঝে জুলাই আন্দোলনের বর্ণনা তুলে ধরেন এবং বিগত ফ্যাসিস্ট সরকারের আমল নামাসহ নানা অপরাধ ও অন্যায়ের বিবরণ তুলে ধরেন। সুযোগ বুঝে এলাকার জনগণও তাদের কাছে কুজাইল-আতাইকুলা ব্রিজসহ বিভিন্ন দাবি করে বসেন।

এসময় উপস্থিত ছিলেন, এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম, উত্তরাঞ্চলের মূখ্য সংগঠক সারজিস আলম, কেন্দ্রীয় নেতা মাহমুদা দোলা, অনিক রায় ও নওগাঁ জেলা শাখার প্রধান সমন্বয়কারী মুনিরা শারমিনসহ অন্যান্য নেতারা।

জানতে চাইলে সামিউল আলম তুষার বলেন, এনসিপির কেন্দ্রীয় নেতা অনিক রায় আমার পূর্ব পরিচিত। রাজনৈতিক ভাবে তার সাথে আমার খুব সখ্যতা আছে। গতকাল নওগাঁয় তার সাথে আমার কথা হয়। তারা খুব ব্যস্ত সময় পার করছেন। বন্ধু হিসেবে আমার বাড়িতে আসার জন্য বলেছিলাম। তাদের সিডিউল ছিল না। তারপরও হঠাৎ করে আমাদের বাজার ও বাড়িতে আসবে এটা কল্পনা করতে পারি নাই। তাও আবার নাহিদ ও সারজিস আলম ভাইসহ অনেক কেন্দ্রীয় নেতা।  পরে এনসিপি নেতৃবৃন্দ চাঁনবাবগজ্ঞের উদ্দ্যেশে নওগাঁ ত্যাগ করেন।


প্রিন্ট