পুরান ঢাকার মিডফোর্ড হাসপাতালের সামনে সোহাগ নামে এক ভাঙারী ব্যবসায়ীকে প্রকাশ্যে মাথা থেতলে হত্যার প্রতিবাদে নওগাঁয় বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে সংগ্রামী ছাত্র জনতা।
শনিবার বেলা সাড়ে ১১টার দিকে শহরের মুক্তির মোড়ে এই প্রতিবাদ সমাবেশ ও বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে।
বিক্ষোভ সমাবেশে সোহাগ হত্যার সাথে জড়িত যুবদল নেতাদের বিরুদ্ধে কঠোর দৃষ্টান্তমূলক শাস্তির দাবির পাশাপাশি বিএনপি ও অঙ্গ সংগঠনের নামে বেপরোয়া চাঁদাবাজি এবং সন্ত্রাসী কর্মকাণ্ড বন্ধের দাবি করেন বক্তারা।
এ ছাড়া নওগাঁ জেলার বিভিন্ন অফিস, মোড়, বাসস্ট্যান্ড, বেবিট্যাক্সি, অটোরিকশা স্ট্যান্ড থেকে চাঁদাবাজদের উৎখাতের কর্মসূচি দেওয়া হয় ওই বিক্ষোভ সমাবেশ থেকে।
সমাবেশে নওগাঁ মেডিকেল কলেজের শিক্ষার্থীরাও যোগ দেন।
বিক্ষোভ সমাবেশে এনসিপি নেতা দেওয়ান মাহবুব আলম সোহাগ, রাফি, শিপলু, গণপরিষদের শাকিব মেহেদী, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের আরমান হোসেন, তানজিম আহমেদ, জাহানে মোতায়েন যুক্ত, ফরিদ আহমেদ প্রমুখ বক্তব্য রাখেন।
সমাবেশ শেষে সংগ্রামী ছাত্র জনতার এক বিক্ষোভ মিছিল শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে।