গোপালগঞ্জে এনসিপি নেতৃবৃন্দের উপরে হামলার ঘটনায় নওগাঁয় ছাত্র-জনতার উদ্যোগে বিকেল সাড়ে পাঁচটা থেকে 6 টা পর্যন্ত ব্লকেড কর্মসূচি পালিত হয়েছে।
শহরের কাজের মোড়ের প্রধান সড়ক পৌনে এক ঘণ্টা অবরোধ করে রেখে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতারা বিভিন্ন স্লোগান সহ ব্লকেট কর্মসূচি পালন করেন।
এ সময় রাস্তার উভয়েই পারে শত শত যানবাহন আটকা পড়ে। ব্লকেড কর্মসূচি চলাকালে বক্তারা না না স্লোগান সহ গোপালগঞ্জের ঘটনায় সন্ত্রাসীদের গ্রেপ্তার সহ নওগাঁয় আওয়ামী লীগ ও তার
সহযোগী সংগঠনের নেতৃবৃন্দকে গ্রেফতারের দাবি করেন। একই সাথে জুলাই আন্দোলনের সকলের নিরাপত্তা নিশ্চিত করার ও দাবি করেন।এ সময় আরমান হোসেন জানানে মোতায়েন,যুক্ত,, ফজলে রাব্বি তানজিমবিন বারী, প্রমুখ বক্তব্য রাখেন। ব্লকেট এর শেষে ছাত্র জনতার একটি বিক্ষোভ মিছিল নগর সদর মডেল থানার সামনে গিয়ে শেষ হয়।