নওগাঁ জেলা বিএনপির দ্বি-বার্ষিক সম্মেলনের তফসিল ঘোষণা করা হয়েছে। ঘোষিত তফসিল অনুযায়ী সোমবার নওগাঁ জেলা বিএনপির দলীয় কার্যালয়ে সভাপতি, সাধারণ সম্পাদক ও সাংগঠনিক সম্পাদক—এই তিন পদে মনোনয়নপত্র বিতরণ করা হয়। একই দিনে মনোনয়নপত্র জমা, যাচাই-বাছাই এবং চূড়ান্ত প্রার্থী তালিকা প্রকাশ করা হয়।
জেলার ১৪টি ইউনিটের ১৪১৪ জন কাউন্সিলর সরাসরি ভোটের মাধ্যমে তাদের পছন্দের প্রার্থী নির্বাচন করবেন।
সম্মেলন পরিচালনা কমিটির প্রধান সমন্বয়কারী ও বগুড়া জেলা বিএনপির সভাপতি রেজাউল করিম বাদশা জানান, সভাপতি পদে আটজন, সাধারণ সম্পাদক পদে চারজন এবং সাংগঠনিক সম্পাদকের দুটি পদের জন্য আটজন প্রতিদ্বন্দ্বিতা করছেন। সম্পূর্ণ গণতান্ত্রিক পদ্ধতিতে কাউন্সিলরদের প্রত্যক্ষ ভোটের মাধ্যমে নেতৃত্ব নির্বাচন করা হবে।
সম্মেলন নওগাঁ কনভেনশন সেন্টারে অনুষ্ঠিত হবে। প্রধান অতিথি হিসেবে থাকবেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। এছাড়া দলের স্থায়ী কমিটি ও জাতীয় নির্বাহী কমিটির সদস্যরা বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থাকবেন। সম্মেলন সফল করার জন্য সকল প্রস্তুতি সম্পন্ন করা হয়েছে।
নজমুল হক (সনি) – সহ-সমবায় বিষয়ক সম্পাদক, কেন্দ্রীয় বিএনপি; সাবেক সভাপতি, জেলা বিএনপি
জাহিদুল ইসলাম (ধলু) – সাবেক সাধারণ সম্পাদক, জেলা বিএনপি
আবু বক্কর সিদ্দিক (নান্নু) – আহ্বায়ক, জেলা বিএনপি
হাফিজুর রহমান – সাবেক আহ্বায়ক, জেলা বিএনপি
মাসুদ হাসান তুহিন – সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক, জেলা বিএনপি
আব্দুস শুকুর – সাবেক আহ্বায়ক, নওগাঁ পৌর বিএনপি
এস এম মামুনুর রহমান – সাবেক কোষাধ্যক্ষ, জেলা বিএনপি
এ বি এম আমিনুর রহমান – সাবেক সদস্য, জেলা বিএনপি
বায়েজিদ হোসেন (পলাশ) – বর্তমান সদস্য সচিব, জেলা বিএনপি
মামুনুর রহমান (রিপন) – যুগ্ম আহ্বায়ক, জেলা বিএনপি; সাবেক সাংগঠনিক সম্পাদক
শহিদুল ইসলাম (টুকু) – যুগ্ম আহ্বায়ক, জেলা বিএনপি
আমিনুল ইসলাম (বেলাল) – যুগ্ম আহ্বায়ক, জেলা বিএনপি
সাংগঠনিক সম্পাদক পদপ্রত্যাশীরা
শফিউল আজম রানা, নূর-ই-আলম মিঠু, ফরিদুজ্জামান, খায়রুল আলম, শবনম মোস্তারী কলি, সুলতান মামুনুর রশিদ, কামরুজ্জামান কামাল ও জহুরুল হক।
সর্বশেষ ২০১০ সালে নওগাঁ জেলা বিএনপির দ্বি-বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হয়। ওই সম্মেলনে সভাপতি নির্বাচিত হন সামসুজ্জোহা খান, সাধারণ সম্পাদক জাহিদুল ইসলাম ধলু এবং সাংগঠনিক সম্পাদক মামুনুর রহমান রিপন। ২০১৫ সালে ওই কমিটি বিলুপ্ত হওয়ার পর আর কোনো সম্মেলন হয়নি। সর্বশেষ ২০২২ সালে গঠিত আহ্বায়ক কমিটির মাধ্যমে জেলা বিএনপির সাংগঠনিক কার্যক্রম চলছে।