









নওগাঁয় নানা আয়োজনে জুলাই অভ্যুত্থানের বষপূর্তি পালিত হচ্ছে

- আপডেট সময় ০৩:১৪ অপরাহ্ন, মঙ্গলবার, ৫ অগাস্ট ২০২৫
- / ১০৯ বার পড়া হয়েছে
নানা আয়োজনের মধ্যে দিয়ে আজ মঙ্গলবার নওগাঁয় জুলাই অভ্যুত্থানের
বর্ষপূতি অনুষ্টিত হচ্ছে। এ উপলড়্গ্েয সকাল ৯টায় শহরতলীর দোগাছী
গ্রামে জেলা প্রশাসনের পড়্গ থেকে জুলাই আন্দোলনে নিহত কলেজ
ছাত্র মাহফুজ আলম শ্রাবনের কবরে পুস্প ¯ত্মবক অর্পন ও মেনাজাত করা
হয়। এর সকাল ১০ টার দিকে শহরের মুক্তির মোড়ে জুলাই শহীদ স্মৃতি
¯ত্মম্ভে পুস্প ¯ত্মবক অপর্নকরা হয়েছে।
এ সময় নওগাঁ জেলা প্রশাসক মুহাম্মদ আব্দুল আউয়াল, পুলিশ
সুপার সাফিউল সারোয়ার জুলাই শহীদ পরিবার সহ অন্যরা উপস্থিত
ছিলেন। এরপর নওগাঁ সদর উপজেলা অডিটোরিয়ামে জুলাই শহীদ
পরিবার ও জুলাই যোদ্ধাদের সংবর্ধনা দেয়া হয় জেলা প্রশাসনের পড়্গ
থেকে।
সকাল সোয়া ১০ টার দিকে মুক্তির মোড় শহীদ মিনারে নওগাঁ পৌর ও
সদর উপজেলা জামায়াতের উদ্দ্যোগে জুলাই অভ্যুত্থান দিবস ্ধসঢ়;উপলড়্গ্েয
সমাবেশ ও সমাবেশ শেষে র্যালী অনষ্টিত হয়েছে।
সমাবেশেজামায়াতে ইসলামীরজেলা আমীর খ,ম আব্দুর রাকিব,নায়েবে আমীরঅধ্যাপক মো:
মুহিউদ্দিন ও সেক্রেটারী এড, আ স,ম সায়েম বক্তব্য রাখেন।
এছাড়া এই দিবসে বাসদ শহরের মুক্তির মোড়ে মানববন্ধন ও সমাবেশ
করেছে।
প্রিন্ট