খালেদা জিয়া ও তারেক রহমানকে নিয়ে সুখবর দিলেন তথ্য উপদেষ্টা
ব্রাহ্মণবাড়িয়ায় সাবেক ইউপি সদস্যের গলাকাটা মরদেহ উদ্ধার
শ্রীলঙ্কায় ভয়াবহ বন্যায় মৃতের সংখ্যা অন্তত ১৯৩
ইসরায়েলি প্রেসিডেন্টের কাছে ক্ষমা চাইলেন নেতানিয়াহু
হাসপাতালে খালেদা জিয়াকে দেখতে গেলেন তামিম ইকবাল
নোয়াখালীতে খালেদা জিয়ার সুস্থতা কামনায় কোরআন খতম ও দোয়া
মসজিদে বিয়ে ও সমালোচনা নিয়ে মুখ খুললেন শবনম ফারিয়া
দেশে বাড়লো সব ধরনের জ্বালানি তেলের দাম
ইসরায়েলি হামলার গাজায় নিহত ৭০ হাজারের বেশি
খাদ্য অধিদপ্তরের পরীক্ষার প্রশ্নপত্র ফাঁস
নুরকে দেখতে ঢামেকে গেলেন বিএনপি নেতা রফিক
- আপডেট সময় ০২:৫০ অপরাহ্ন, শনিবার, ৩০ অগাস্ট ২০২৫
- / ১৫৪ বার পড়া হয়েছে
আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর লাঠিচার্জে গুরুতর আহত হয়ে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের আইসিউতে ভর্তি আছেন গণঅধিকার পরিষদের সভাপতি ও ডাকসুর সাবেক ভিপি নুরুল হক নুর। শনিবার (৩০ আগস্ট) দুপুরে বিএনপির স্বাস্থ্য বিষয়ক সম্পাদক ডা. মো. রফিকুল ইসলাম নুরকে দেখতে ঢামেক আইসিউতে যান। ডা. রফিক নূরের চিকিৎসার খোঁজ-খবর নেন এবং তার পরিবারের সঙ্গে কথা বলেন। তিনি সংশ্লিষ্ট কর্তৃপক্ষের প্রতি নুরুল হক নুরের সর্বোচ্চ চিকিৎসা নিশ্চিত করার আহ্বান জানান। আইসিইউ থেকে বের হয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে ডা. রফিক বলেন, ‘সোশ্যাল মিডিয়ায় ও সংবাদমাধ্যমে আমরা নূরের ওপর হামলার ভিডিও দেখেছি। এই হামলার সঙ্গে যারা জড়িত তাদের দ্রুত শনাক্ত করে আইনের আওতায় আনতে হবে।’ নুরুল হক নুরের শারীরিক অবস্থা নিয়ে তিনি আরও জানান, নূরের অবস্থা আশঙ্কাজনক। তার মস্তিষ্কে ও চোখে রক্তক্ষরণ হয়েছে। নাকের একটি হাড় ভেঙে গেছে। ডা. রফিক আরও বলেন, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নির্দেশে আমরা নুরুল হক নুর ও তার পরিবারের পাশে আছি। যেকোনো প্রয়োজনে বিএনপি সব ধরনের সহযোগিতা করবে। বর্তমানে নুরুল হক নুরকে নিবিড় পর্যবেক্ষণে রাখা হয়েছে এবং চিকিৎসকরা জানিয়েছেন, আগামী কয়েকটি ঘণ্টা তার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। এসময় উপস্থিত ছিলেন ঢাকা মেডিকেল কলেজের নাক, কান, গলা বিভাগের প্রধান অধ্যাপক ডা. আসাদুর রহমান, নিউরোসার্জারি বিভাগের সহযোগী অধ্যাপক ডা. জাহিদ রায়হান, হৃদরোগ বিশেষজ্ঞ ডা. মাহমুদুর রহমান নোমান, প্লাস্টিক সার্জন ডা. সোহান, ডা. জামশেদ আলী ও ডা. সাইফুল আলম বাদশাসহ বিভিন্ন পর্যায়ের চিকিৎসক ও রাজনৈতিক নেতাকর্মীরা।
প্রিন্ট
















