সোমবার (১ সেপ্টেম্বর) বাংলাদেশ জাতীয়তাবাদী দল—বিএনপির ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকী। ১৯৭৮ সালের ১ সেপ্টেম্বর তৎকালীন রাষ্ট্রপতি জিয়াউর রহমান দলটি প্রতিষ্ঠা করেন। স্বাধীনতার পর রাজনৈতিক অঙ্গনে নতুন ধারা ও বাংলাদেশি জাতীয়তাবাদের ভিত্তিতে বিএনপির যাত্রা শুরু হয়। বর্তমানে দলটি দেশের অন্যতম বৃহৎ রাজনৈতিক শক্তি হিসেবে পরিচিত। প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে ঢাকাসহ সারাদেশে নানা কর্মসূচি গ্রহণ করা হয়েছে। রাজধানীর নয়াপল্টনে কেন্দ্রীয় কার্যালয়ে থাকবে আলোচনা সভা, দোয়া মাহফিল ও শোভাযাত্রা। পাশাপাশি সারাদেশের জেলা, উপজেলা ও ইউনিয়ন পর্যায়েও বিএনপি ও সহযোগী সংগঠনগুলো প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আলাদা কর্মসূচি পালন করবে। দলীয় সূত্রে জানা গেছে, এ দিনটি ঘিরে নেতাকর্মীদের মধ্যে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা বিরাজ করছে। বিভিন্ন স্থানে ব্যানার, পোস্টার ও ফেস্টুনে সেজেছে শহর ও গ্রামীণ এলাকা। প্রতিষ্ঠাবার্ষিকীকে কেন্দ্র করে নেতাকর্মীরা দলে নতুন উদ্যম সঞ্চারের প্রত্যাশা করছেন। বিএনপি প্রতিষ্ঠার পর থেকেই জাতীয় রাজনীতিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখে আসছে। কয়েক দফায় তারা রাষ্ট্রক্ষমতায় থেকেছে এবং বর্তমানে বিরোধী দলের ভূমিকায় সক্রিয় রয়েছে। প্রতিষ্ঠাবার্ষিকীর এ দিনে দলটি নতুনভাবে সংগঠনকে শক্তিশালী ও জনসম্পৃক্ত আন্দোলন জোরদারের অঙ্গীকার পুনর্ব্যক্ত করছে।