নওগাঁয় গরুবোঝাই ভটভটি উল্টে দুই ব্যবসায়ী নিহত
নওগাঁয় সড়ক দুর্ঘটনায় দুই বন্ধু নিহত, আহত চারজন
নওগাঁয় ৭০ লাখ টাকা চাঁদা না পেয়ে মার্কেট বন্ধ করে দেওয়ার অভিযোগে বিএনপি নেতার বিরুদ্ধে মামলা
নওগাঁয় ইলা মিত্রের জন্মশতবার্ষিকীতে কৃষক, আদিবাসী ও নারী সমাবেশ
নওগাঁয় লালন সাঁইয়ের ১৩৫তম তিরোধান দিবস উদযাপিত
পরিবেশের ভারসাম্য রক্ষায় নওগাঁয় বৃক্ষরোপণ
তারেক রহমান ঘোষিত ৩১ দফা বাস্তবায়নে নওগাঁ-৫ আসনের জনতার এমপি ধলূ লিফলেট বিতরণ ও গণসংযোগ
প্রাণ বাঁচাতে নওগাঁর পোরশায় বজ্র নিরোধক ছাউনি নির্মান
অভ্যুত্থানের ফায়দা লুটছে তথাকথিত কিছু রাজনীতিবিদ: সারজিস
তখন তো জানতাম না আমাকের বর্ডার ক্রস করানো হচ্ছে
সব দিক থেকে বিএনপিকে ঘায়েল করার চেষ্টা হচ্ছে: ফখরুল
- আপডেট সময় ০৬:৫২ অপরাহ্ন, শনিবার, ১১ অক্টোবর ২০২৫
- / ১৯ বার পড়া হয়েছে
বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর মন্তব্য করেছেন, মিথ্যা প্রচারণায় বিভ্রান্ত হবেন না, সব দিক থেকে চেষ্টা চালানো হচ্ছে বিএনপিকে দুর্বল করে দেওয়ার জন্য। জনগণ ধানের শীষে ভোট দিচ্ছে। আর কারো জন্য অপেক্ষা করছে না, সময় নষ্ট না করে এখনই নির্বাচনের পথে গাড়ি এগিয়ে গেছে। শেষ পর্যন্ত এই পথে এগিয়ে যেতে হবে। শনিবার (১১ অক্টোবর) গাজীপুরে আ.স.ম হান্নান শাহ’র মৃত্যুবার্ষিকীতে বক্তৃতাকালে তিনি এ সব কথা বলেন। ফখরুল বলেন, কিছু লোক বিএনপির বিরুদ্ধে অপপ্রচার চালাচ্ছে যে, বিএনপি কোনো সংস্কার মানে না। তাদের উদ্দেশ্যে বলি, বিএনপি হলো সংস্কারের জন্মদাতা। এর উদাহরণ হলো, জিয়াউর রহমানের মাধ্যমে দেশে বহুদলীয় গণতন্ত্র প্রতিষ্ঠিত হয়েছিল। কিছু ব্যক্তি নির্বাচনে বাধা দেওয়ার চেষ্টা করছে। আমরা পনেরো বছর ধরে এই নির্বাচনের জন্য সংগ্রাম করে এসেছি। লন্ডনে ড. ইউনূস ও তারেক রহমানের বৈঠকের পর মানুষ নতুন করে আশার আলো দেখেছিল যে তারা তাদের প্রতিনিধিত্ব পাবে। কিন্তু এখন দেশ চালাচ্ছে আমলারা। আমাদের একটাই দাবি, জনগণের ভোটাধিকার ফিরিয়ে আনতে হলে আমাদের আন্দোলন চালিয়ে যেতে হবে, সেই সাথে চাই একটি নির্বাচিত পার্লামেন্ট ও নিরপেক্ষ নির্বাচন। বিএনপি সরকার সম্পূর্ণ নিরপেক্ষতা চায় বলে উল্লেখ করে তিনি বলেন, কিছু উপদেষ্টা একটি বিশেষ দলের পক্ষ হয়ে কাজ করছে বলে অভিযোগ উঠেছে। এই সরকারের উদ্দেশ্যে বলতে চাই, আপনারা শতভাগ নিরপেক্ষ থাকুন। মির্জা ফখরুল বলেন, কিছু উপদেষ্টা কিছু দলের পক্ষে পক্ষপাতিত্ব করছে বলে অভিযোগ শোনা যাচ্ছে। জনগণ এমন পক্ষপাতিত্ব চায় না। এ সময় বিএনপি মহাসচিব বলেন, ভারত সবসময় বাংলাদেশের মানুষকে বিপদে ফেলতে চেয়েছে। সীমান্ত হত্যা, পানির হিস্যা ও নির্বাচনে হস্তক্ষেপ তার উদাহরণ। আমরা তাদের সঙ্গে বন্ধুত্ব চাই সমতার ভিত্তিতে, আমাদের ব্যাপারে কোনো হস্তক্ষেপ করা যাবে না।
প্রিন্ট






















