নিজের নামের বিরোধে ভুয়া ফেসবুক অ্যাকাউন্টের বিরুদ্ধে দ্রুত পদক্ষেপের জন্য অনুরোধ জানিয়েছেন বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী। শনিবার (১১ অক্টোবর) এক প্রেস বিজ্ঞপ্তিতে তিনি এ বিষয়ে গুরুত্বারোপ করেন। বিজ্ঞপ্তিতে রিজভী উল্লেখ করেন, ‘অজ্ঞাত অপশক্তি আমার নামে ভুয়া ফেসবুক অ্যাকাউন্ট খুলে বিভিন্ন ধরনের মন্তব্য, বক্তব্য ও মতামত প্রকাশ করে আসছে—যা সম্পূর্ণ মিথ্যা ও ভিত্তিহীন। আমি আগে থেকেই গণমাধ্যমে জানিয়েছি এবং থানায় জিডি করেছি যে, আমি কখনোই আমার নামে ফেসবুক অ্যাকাউন্ট তৈরি করিনি। এই সব ভুয়া অ্যাকাউন্ট থেকে আমার কোনো মতামত বা বক্তব্যের সঙ্গে আমার কোনো সম্পর্ক নেই।’ তিনি আরও বলেন, ‘ভুয়া এই ফেসবুক অ্যাকাউন্টগুলো থেকে আমার নাম ব্যবহার করে মিথ্যা বক্তব্য ও মতামত প্রকাশ বন্ধের জন্য ফেসবুক কর্তৃপক্ষের দ্রুত ও কার্যকর পদক্ষেপের জন্য আমি বিশেষভাবে অনুরোধ করছি। পাশাপাশি, এসব ভুয়া অ্যাকাউন্টে প্রচারিত তথ্য ও মন্তব্যে বিভ্রান্ত না হয়ে বিএনপি, এর অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মী ও সাধারণ মানুষের প্রতি সচেতন থাকার আহ্বান জানাচ্ছি।’